আমেরিকার বেশিরভাগ মানুষ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে
https://parstoday.ir/bn/news/world-i136088-আমেরিকার_বেশিরভাগ_মানুষ_ফিলিস্তিনিদের_ওপর_ইসরাইলি_বর্বরতার_বিরুদ্ধে
আমেরিকার বেশিরভাগ মানুষ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নতুন এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৮, ২০২৪ ১৬:৪৬ Asia/Dhaka
  • আমেরিকার বেশিরভাগ মানুষ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে

আমেরিকার বেশিরভাগ মানুষ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নতুন এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।

যখন সারা বিশ্বে ইহুদিবাদী ইসরাইল গাজা ইস্যুতে সমর্থন হারাচ্ছে এবং দিন দিন একঘরে হয়ে পড়ছে তখন এই জনমত জরিপের ফলাফল প্রকাশ করা হলো। আমেরিকাভিত্তিক জনমত জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্যালুপ এই জরিপ চালিয়েছে।

জনমত জরিপে দেখা গেছে- গত নভেম্বর মাসে আমেরিকার শতকরা ৫০ ভাগ মানুষ গাজার বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনকে সমর্থন করেছিল কিন্তু চলতি মার্চ মাসে এসে সেই সমর্থন শতকরা ৩৬ ভাগে নেমে গেছে।

গ্যালুপ পরিচালিত জরিপে দেখা যায়- সাকুল্যে শতকরা ৫৫ ভাগ মার্কিন নাগরিক এখন ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমেরিকার প্রধান তিনটি রাজনৈতিক দলের সমর্থকরাও ইসরাইলের প্রতি তাদের সমর্থন কমিয়ে দিয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের সমর্থন কমেছে শতকরা ১৮ ভাগ এবং রিপাবলিকান দলের ভেতর সমর্থন কমেছে শতকরা ৭ ভাগ।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৮