এপ্রিল ০৪, ২০২৪ ১১:৫৯ Asia/Dhaka
  • বাইডেনের নৈশভোজ প্রত্যাখ্যান মুসলিম নেতাদের

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বরতার প্রতিবাদে একদল মুসলিম নেতা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইফতার ও  নৈশভোজের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।

এর ফলে মঙ্গলবার সন্ধ্যায় একটি ছোট ইফতার অনুষ্ঠানের আয়োজন করতে বাধ্য হয়েছে হোয়াইট হাউস। এতে বাইডেন প্রশাসনে কর্মরত মুসলিম কর্মচারিরা অংশ নেন।

হোয়াইট হাউস প্রাথমিকভাবে মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গে জাঁকজমকের সঙ্গে ইফতারের আয়োজন করতে চেয়েছিল। কিন্তু মুসলিম নেতাদের দাওয়াত প্রত্যাখ্যানের কারণে মুসলিম সরকারি কর্মচারীদের জন্য ছোটখাট এই আয়োজন করে।

সেইভ দ্যা চিলড্রেন: গাজার দুর্ভিক্ষপীড়িত ও ক্ষুধার্ত মানুষদের কাছে খাদ্য সাহায্যের চালান আটকে দিচ্ছে ইসরাই 

এ বিষয়ে অবগত দুটি সূত্র জানিয়েছে, মুসলিম সম্প্রদায়ের সদস্যরা নেতাদের উপস্থিতির বিরুদ্ধে সতর্ক করার পরে অনুষ্ঠানটি বাতিল করা হয়। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সের ডেপুটি ডিরেক্টর এডওয়ার্ড আহমেদ মিচেল জানিয়েছেন, গাজা যুদ্ধে ইসরাইলের পক্ষে হোয়াইট হাউসের জড়িত থাকার কারণে অনেক মুসলিম নেতা অনুষ্ঠানে যোগ দিতে রাজি হননি। তিনি জানান, “আমেরিকান মুসলিম সম্প্রদায় বলেছে, গাজার ফিলিস্তিনি জনগণকে অনাহারে রাখতে ও হত্যা করতে সহায়তা করছে হোয়াইট হাউস। ইসরাইলকে এই বর্বরতায় সহায়তা করার জন্য হোয়াইট হাউসের আমন্ত্রণে তাদের পক্ষে সাড়া দেয়া সম্ভব নয়। গাজার জনগণকে হত্যায় ইসরাইলকে সমর্থন সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।”    

ইফতার পার্টিতে উপস্থিতদের একজন ছিলেন ডা. থায়ের আহমদ। তিনি চলতি বছরের শুরুতে গাজার আল-নাসের হাসপাতালে তিন সপ্তাহ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। তিনি সিএনএনকে জানান, মঙ্গলবারের ইফতার পার্টিতে তিনি গিয়েছিলেন। কিন্তু বেশিক্ষণ থাকেননি। ইফতার শেষ হওয়ার আগেই তিনি চলে এসেছিলেন। 

তিনি বলেন, “আমার সম্প্রদায়ের প্রতি সম্মান দেখিয়ে যারা ভুক্তভোগী এবং যারা এই যুদ্ধে নিহত হয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধার কারণে, আমাকে ইফতার পার্টি থেকে বেরিয়ে যেতে হয়েছে।”#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ