‘মার্কিন নতুন সামরিক প্যাকেজ ইউক্রেনের আরো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবে’
https://parstoday.ir/bn/news/world-i136926-মার্কিন_নতুন_সামরিক_প্যাকেজ_ইউক্রেনের_আরো_মানুষকে_মৃত্যুর_মুখে_ঠেলে_দেবে’
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মার্কিন সরকার ইউক্রেনকে নতুন করে ৬১০০ কোটি ডলারের যে সামরিক প্যাকেজ অনুমোদন করেছে তা শুধুমাত্র ইউক্রেনের আরো বহু সংখ্যক মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ  গতকাল (সোমবার) একথা বলেছেন।।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ২৩, ২০২৪ ১৭:৪০ Asia/Dhaka
  • ‘মার্কিন নতুন সামরিক প্যাকেজ ইউক্রেনের আরো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবে’

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মার্কিন সরকার ইউক্রেনকে নতুন করে ৬১০০ কোটি ডলারের যে সামরিক প্যাকেজ অনুমোদন করেছে তা শুধুমাত্র ইউক্রেনের আরো বহু সংখ্যক মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ  গতকাল (সোমবার) একথা বলেছেন।।

গত শনিবার মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ বিদেশি সহায়তা প্যাকেজের আওতায় ৯ হাজার ৫০০ কোটি ডলারের একটি বিল পাস করে।এই বিলের প্রায় দুই-তৃতীয়াংশ ব্যয় করা হবে ইউক্রেনের জন্য। তবে রাশিয়া এ ব্যাপারে তেমন কোনো উদ্বেগ প্রকাশ করেনি। 

গতকাল পেসকভ বলেন, এই মার্কিন সহায়তা প্যাকেজ ইউক্রেন যুদ্ধের মৌলিক কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। তিনি আরো বলেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এখন সবার কাছে খুবই পরিষ্কার যে, মার্কিন  অর্থ এবং অস্ত্র ইউক্রেন যুদ্ধের কোনো পরিবর্তন আনবে না। বরং এতে শুধুমাত্র ইউক্রেনের জনগণের মধ্যে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়াবে, আরো অনেক বেশি ইউক্রেনের নাগরিক নিহত হবে; তারা বড় ক্ষতির মুখে পড়বে।#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন