ইসরাইলকে নিয়ে পক্ষপাতমূলক খবর, বিবিসির সমালোচনায় প্রতিষ্ঠানটির শতাধিক কর্মী
(last modified Sun, 03 Nov 2024 10:08:05 GMT )
নভেম্বর ০৩, ২০২৪ ১৬:০৮ Asia/Dhaka
  • ইসরাইলকে নিয়ে পক্ষপাতমূলক খবর, বিবিসির সমালোচনায় প্রতিষ্ঠানটির শতাধিক কর্মী

গাজা যুদ্ধের প্রতিবেদনে ইসরাইলকে নিয়ে পক্ষপাতমূলক খবর প্রচারের অভিযোগ তুলেছে ব্রিটেন ভিত্তিক সংবাদ সংস্থা বিবিসির ১০০ জনেরও বেশি সংবাদ কর্মী। এক চিঠিতে তারা বিবিসিকে ‘ন্যায্যতা, নির্ভুলতা এবং নিরপেক্ষতার’ প্রতি পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।

পার্সটুডে ইরানের সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে জানিয়েছে যে বিবিসির টেলিভিশন নেটওয়ার্ক সংস্থার ১০০ জনেরও বেশি কর্মী একটি খোলা চিঠিতে গাজার ঘটনা এবং ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি গণহত্যার বিষয়ে "ন্যায্যভাবে এবং সঠিকভাবে" সংবাদ পরিবেশন করতে ব্যর্থ হওয়ার জন্য বিবিসির মহাপরিচালক টিম ডেভিকে অভিযুক্ত করেছেন।

এই খোলা চিঠিতে তারা দাবি করেছেন যে বিবিসিকে গাজা যুদ্ধের বিষয়ে তাদের প্রতিবেদনে ২০২৩ সালের ৭ অক্টোবরের সালের আগে ফিলিস্তিনি এবং ইসরাইলি শাসক গোষ্ঠীর  মধ্যে সংঘাতের তারিখ উল্লেখ করা উচিত।

ব্রিটিশ ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল, গার্ডিয়ান কলামিস্ট ওয়েন জোনস এবং ব্রিটেনের মুসলিম কাউন্সিলের মিডিয়া মনিটরিং সেন্টারের পরিচালক রিজওয়ানেহ হামিদ স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়েছে বিবিসির অনেক প্রতিবেদন, নিবন্ধ এবং সাক্ষাৎকার যা ইসরাইলের দাবিকে শক্তিশালীভাবে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হয়েছে। এটি পদ্ধতিগতভাবে ফিলিস্তিনিদের প্রতি অমানবিক আচরণ ছাড়া আর কিছুই নয়।

এতে আরো বলা হয়েছে,আমরা বিবিসিকে ভয় বা পক্ষপাত ছাড়াই প্রতিবেদন তৈরি এবং সর্বোচ্চ সম্পাদকীয় মানদণ্ডে পুনরায় প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানায়।  একইসঙ্গে তাদেরকে ন্যায্যতা, নির্ভুলতা এবং যথাযথ নিরপেক্ষতার উপর জোর  দিতে হবে

এই চিঠি প্রকাশের মাধ্যমে ব্রিটিশ সরকার-অধিভুক্ত মিডিয়ার পরিচালকদের এবং এর কর্মীদের মধ্যে গভীর মতপার্থক্যের বিষয়টি ফুটে উঠেছে। ।

লন্ডনে বিবিসি নেটওয়ার্কের সদর দপ্তরটিও সেই জায়গাগুলোর মধ্যে একটি যেখানে ফিলিস্তিনের সমর্থকরা গত এক বছর ধরে বিভিন্ন সমাবেশের আয়োজন করে ইসরাইলি শাসক গোষ্ঠীর প্রতি ব্রিটিশ সরকারের সমর্থনের বিরুদ্ধে বারবার প্রতিবাদ করে আসছে।#

পার্সটুডে/এমবিএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ