আইরিশদের কণ্ঠস্বর স্তব্ধ করার ক্ষমতা ইসরাইলের নেই: ডাবলিন
https://parstoday.ir/bn/news/world-i145000-আইরিশদের_কণ্ঠস্বর_স্তব্ধ_করার_ক্ষমতা_ইসরাইলের_নেই_ডাবলিন
পার্সটুডে-দখলদার ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সায়ের জানিয়েছেন আয়ারল্যান্ডে তেল আবিবের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৯, ২০২৪ ১৭:৩৯ Asia/Dhaka
  • আইরিশদের কণ্ঠস্বর স্তব্ধ করার ক্ষমতা ইসরাইলের নেই: সাইমন হ্যারিস
    আইরিশদের কণ্ঠস্বর স্তব্ধ করার ক্ষমতা ইসরাইলের নেই: সাইমন হ্যারিস

পার্সটুডে-দখলদার ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সায়ের জানিয়েছেন আয়ারল্যান্ডে তেল আবিবের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে।

আয়ারল্যান্ডের ইসরাইল-বিরোধী নীতির কারণে গত রোববার দূতাবাস করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন: তার দেশ আগের মতোই গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসনের সমালোচনা অব্যাহত রাখবে এবং ইসরাইল আয়ারল্যান্ডের কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না। পার্সটুডে আরও জানিয়েছে, হ্যারিস ডাবলিনে ইসরাইলি দূতাবাস বন্ধ করার সিদ্ধান্তকে 'জনমতকে বিভ্রান্ত করার কূটনীতি' হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন: "আপনি কি জানেন কোন বিষয়টি নিন্দনীয়? গাজায় শিশুদের হত্যা করা, বেসামরিক লোকদের হত্যা করা, মানুষকে ক্ষুধায় অনাহারে ফেলে রাখা এবং মানবিক সাহায্য পৌঁছাতে বাধা দেওয়া ইত্যাদি অপরাধ আমার মতে নিন্দনীয়।

হ্যারিস আরও বলেন: সবাই আয়ারল্যান্ডের অবস্থান জানতে চায়, কিন্তু ইসরাইলি পদক্ষেপের ব্যাপারে কী?" নেতানিয়াহু যে গাজার নিষ্পাপ শিশুদের বিরুদ্ধে যেসব অপকর্ম করেছেন সে সম্পর্কে কী? এগুলো ধ্বংসাত্মক কূটনীতি।

উল্লেখ্য যে, গত রোববার ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সায়ের আয়ারল্যান্ডের ইসরাইল-বিরোধী নীতির কথা উল্লেখ করে ডাবলিনে তেল আবিব দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছেন।

গত মে মাসে আয়ারল্যান্ড ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের পর ইহুদিবাদী ইসরাইল ডাবলিন থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়।

গত সপ্তায় আয়ারল্যান্ড ঘোষণা করেছে যে তারা হেগের আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে দায়ের করা দক্ষিণ আফ্রিকার মামলায় যুক্ত হয়েছে। ই মামলায় গাজায় গণহত্যার অপরাধে ইসরাইলকে অভিযুক্ত করা হয়েছে।#

পার্সটুডে/এনএম/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।