ইরানের সর্বোচ্চ নেতাকে চিঠি লেখার পেছনে ট্রাম্পের উদ্দেশ্য কী?
(last modified Sat, 08 Mar 2025 11:31:59 GMT )
মার্চ ০৮, ২০২৫ ১৭:৩১ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতাকে চিঠি লেখার পেছনে ট্রাম্পের উদ্দেশ্য কী?
    ইরানের সর্বোচ্চ নেতাকে চিঠি লেখার পেছনে ট্রাম্পের উদ্দেশ্য কী?

পার্সটুডে-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স বিজনেসের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন তিনি ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ট্রাম্প দাবি করেছেন তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় আগ্রহী।

কিন্তু একইসাথে তিনি আবারও তার অতীতের দাবির পুনরাবৃত্তি করেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। ট্রাম্প দ্বিতীয়বারের মতো হযরত আয়াতুল্লাহ খামেনেয়ীকে চিঠি পাঠালেন।

তার প্রথম চিঠিটি ১৩ জুন ২০১৯ তারিখে জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের মাধ্যমে তেহরানে পৌঁছেছিল।

আয়াতুল্লাহ খামেনেয়ীর চিঠির প্রতিক্রিয়া বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

তিনি লিখেছিলেন: আমি ব্যক্তিগতভাবে ট্রাম্পকে কোনও বার্তা আদান-প্রদানের যোগ্য মনে করি না। আমার কাছে তার জন্য কোনও উত্তর নেই এবং আমি তাকে কোনও উত্তর দেব না।

ইরানকে চিঠি পাঠানোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি সম্পর্কে জাতিসংঘে ইরানের প্রতিনিধি জানিয়েছে: আমরা এখনও এমন কোনও চিঠি পাই নি।#

পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।