ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ; ওয়াশিংটনকে কিয়েভের প্রস্তাব: বোকা বনতে চাইনি: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i148948-ইউক্রেনের_প্রাকৃতিক_সম্পদ_ওয়াশিংটনকে_কিয়েভের_প্রস্তাব_বোকা_বনতে_চাইনি_ট্রাম্প
পার্সটুডে-ইউক্রেন অবশেষে আমেরিকার কাছে তার প্রাকৃতিক সম্পদ উপস্থাপন করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০১, ২০২৫ ১৮:৩০ Asia/Dhaka
  • ইউক্রেন অবশেষে আমেরিকার কাছে তার প্রাকৃতিক সম্পদ উপস্থাপন করেছে।
    ইউক্রেন অবশেষে আমেরিকার কাছে তার প্রাকৃতিক সম্পদ উপস্থাপন করেছে।

পার্সটুডে-ইউক্রেন অবশেষে আমেরিকার কাছে তার প্রাকৃতিক সম্পদ উপস্থাপন করেছে।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি চুক্তি চেয়েছিলেন যা মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এবং খনিজ সম্পদে বিশেষ প্রবেশাধিকার দেবে; তিনি এই পদক্ষেপকে জো বাইডেনের শাসনের সময় ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তার মূল্য পরিশোধের অংশ হিসেবে দেখছেন। মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, বৃহস্পতিবার সকালে মার্কিন ট্রেজারি বিভাগ ঘোষণা করেছে যে আমেরিকা এবং ইউক্রেন কিয়েভের বিরল প্রাকৃতিক সম্পদে প্রবেশাধিকার সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। মন্ত্রণালয়ের মতে, এই চুক্তি মস্কোর প্রতি একটি স্পষ্ট বার্তা যে ট্রাম্প প্রশাসন একটি মুক্ত ও সার্বভৌম ইউক্রেন প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই প্রসঙ্গে, ইউক্রেনের অর্থনীতিমন্ত্রী ইউলিয়া সুয়িরিডেনকো বুধবার ঘোষণা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন দেশটির পুনর্গঠনের জন্য যৌথ তহবিল চালু করতে একটি চুক্তি স্বাক্ষর করেছে। তিনি আরও বলেন: এই তহবিল ওয়াশিংটনের সহযোগিতায় তৈরি করা হবে এবং এর লক্ষ্য ইউক্রেনে বিশ্বব্যাপী বিনিয়োগ আকর্ষণ করা। ইউক্রেনের অর্থমন্ত্রীর মতে এই চুক্তির শর্ত অনুযায়ী, ইউক্রেনের জলস্থলের সমস্ত প্রাকৃতিক সম্পদের পূর্ণ মালিকানা এবং নিয়ন্ত্রণ কিয়েভের কাছেই থাকবে।

তিনি জোর দিয়ে বলেন চুক্তিতে স্পষ্টভাবে বলা আছে কোন সম্পদ কোন অঞ্চলে উত্তোলন করা হবে তা কেবল ইউক্রেন সরকারই সিদ্ধান্ত নেবে।

ইউক্রেনীয় কর্মকর্তা আরও বলেন, তহবিলের কাঠামো ৫০/৫০ মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এর ব্যবস্থাপনা কিয়েভ-ওয়াশিংটনের মধ্যে যৌথভাবে পরিচালিত হবে।

অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার প্রথমবারের মতো ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ সময় ধরে স্থগিত খনিজ চুক্তি সম্পর্কে প্রকাশ্যে কথা বললেন। ট্রাম্প বলেন: আমরা আজ একটি চুক্তি করেছি যেখানে তত্ত্বগতভাবে আমরা ৩৫০ বিলিয়ন ডলারেরও বেশি পাব, কিন্তু আমি গ্যারান্টি পেতে চেয়েছিলাম। আমি বোকা বনতে চাই নি।

অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন: এই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ, যার মধ্যে অ্যালুমিনিয়াম, গ্রাফাইট, তেল এবং প্রাকৃতিক গ্যাস রয়েছে, উন্নয়নের জন্য নতুন বিনিয়োগ প্রকল্পগুলোতে বিশেষ সুবিধা প্রদান করবে।#

পার্সটুডে/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।