চীন, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদকে সমর্থন করে
https://parstoday.ir/bn/news/world-i150830
পার্সটুডে : একটি সমন্বিত পদক্ষেপে চীন, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর পৃথক বিবৃতি জারি করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি তাদের দৃঢ় সমর্থনের ওপর জোর দিয়েছে।
(last modified 2025-07-31T13:01:53+00:00 )
জুলাই ৩১, ২০২৫ ১৮:৫০ Asia/Dhaka
  • এশীয় ত্রিপক্ষীয় জোট: চীন, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদকে সমর্থন করে
    এশীয় ত্রিপক্ষীয় জোট: চীন, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদকে সমর্থন করে

পার্সটুডে : একটি সমন্বিত পদক্ষেপে চীন, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর পৃথক বিবৃতি জারি করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি তাদের দৃঢ় সমর্থনের ওপর জোর দিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গাজার অবরোধ অবিলম্বে প্রত্যাহার করতে হবে উল্লেখ করে জোর দিয়ে বলেন যে বেইজিং সরকার ফিলিস্তিনি জনগণের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন করে। পার্সটুডে অনুসারে,বুধবার চীনা কূটনৈতিক পরিষেবার এক সংবাদ সম্মেলনে গুও জিয়াকুন বলেন,  "গাজার জনগণের মুখোমুখি মানবিক বিপর্যয় নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন।" গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতির নজিরবিহীন অবনতির কথা উল্লেখ করে তিনি আরো বলেন, 'দ্বি-রাষ্ট্রীয় সমাধান'ই ফিলিস্তিনি সমস্যা সমাধানের একমাত্র বাস্তবসম্মত পথ এবং চীন দৃঢ়ভাবে ফিলিস্তিনি জনগণের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে সমর্থন করে।

ইন্দোনেশিয়া: জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের বিরুদ্ধে ভেটো দেয়া উচিত হবে না

ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আরমানাথ নাসির মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদকে সমর্থন করার সময় বলেন, জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের বিরুদ্ধে ভেটো দেয়া উচিত হবে না।

সিঙ্গাপুর: ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত

জাতিসংঘে সিঙ্গাপুরের রাষ্ট্রদূত কেভিন চুক এক সভায় বলেন যে তার দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত এবং মূল বিষয় হল এই ধরনের পদক্ষেপ শান্তি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে অগ্রগতিতে অবদান রাখবে। তিনি আরো বলেন, "সিঙ্গাপুর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাব অনুসারে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনিদের একটি স্বাধিকার অধিকারকে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে।" আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, দীর্ঘদিন ধরে চলমান এই সংঘাতের একটি ব্যাপক, ন্যায্য এবং স্থায়ী সমাধান অর্জনের জন্য এটিই একমাত্র উপযুক্ত পথ।”

পার্সটুডে/এমবিএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।