দক্ষিণ ককেশাসে বিদেশী শক্তিকে সতর্ক করলো ইরান; ইসরাইলের ওপর চাপ বৃদ্ধি
https://parstoday.ir/bn/news/world-i150952-দক্ষিণ_ককেশাসে_বিদেশী_শক্তিকে_সতর্ক_করলো_ইরান_ইসরাইলের_ওপর_চাপ_বৃদ্ধি
পার্সটুডে-দক্ষিণ ককেশাসে ব্যর্থ "জাঙ্গেজুর" করিডোর পরিকল্পনার পুনরাবৃত্তির বিরুদ্ধে সতর্ক করলো ইরান।
(last modified 2025-08-07T11:15:26+00:00 )
আগস্ট ০৫, ২০২৫ ১৯:৫০ Asia/Dhaka
  • ইসলামী বিপ্লবের নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়াতি
    ইসলামী বিপ্লবের নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়াতি

পার্সটুডে-দক্ষিণ ককেশাসে ব্যর্থ "জাঙ্গেজুর" করিডোর পরিকল্পনার পুনরাবৃত্তির বিরুদ্ধে সতর্ক করলো ইরান।

পার্সটুডে'র এই নিবন্ধে দক্ষিণ ককেশাসে বিদেশী শক্তিকে ইসলামী বিপ্লবের নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টার সতর্ক বার্তা, অধিকৃত অঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা, ইউরোপে ইসরাইলকে বয়কট করার চাপ বৃদ্ধি, জাতিসংঘ কর্তৃক পশ্চিম তীরে অবৈধ ইহুদিবাদী বসতি নির্মাণের নিন্দা এবং অন্যায্য মার্কিন নিষেধাজ্ঞার প্রতি ভারতের প্রতিক্রিয়া পরীক্ষা করা হয়েছে:

 

ককেশাসে হস্তক্ষেপকারীদের প্রতি ইরানের দৃঢ় সতর্কবার্তা; জাঙ্গেজুরের পুনরাবৃত্তি জবাববিহীন থাকবে না

দক্ষিণ ককেশাসে বিদেশী শক্তিকে সতর্ক করে ইসলামী বিপ্লবের নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা জোর দিয়ে বলেছেন: "জাঙ্গেজুর" করিডোরের মতো ব্যর্থ পরিকল্পনার পুনরাবৃত্তি করলে ইরানের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়াতি বলেছেন: আবারও, কোনো কোনো দেশ নিজেদের এবং এই অঞ্চলের স্বার্থের প্রতি উদাসীন বলে দাবি করে "জাঙ্গেজুর" করিডোরের বিষয়টি উত্থাপন করেছে এবং দক্ষিণ ককেশাসে অবৈধ লক্ষ্য অর্জনের জন্য প্রতিটি দরজায় কড়া নাড়ছে; এ অঞ্চলের বা এর বাইরের যে কোনও সরকার যদি পূর্ববর্তী ব্যর্থ অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে চায় তবে ইরানের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়ার মুখোমুখি হবে।

গাজায় অপরাধের প্রতিক্রিয়ায় দখলকৃত অঞ্চলগুলিতে ইয়েমেনের নতুন ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনির সশস্ত্র বাহিনী ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে।

আল-জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে যে ইসরাইলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার পর, বেশ কয়েকটি অধিকৃত অঞ্চলে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। গত কয়েক মাস এবং দিন ধরে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজা উপত্যকায় বর্বর ইসরাইলিদের অব্যাহত বর্বর অপরাধ এবং নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিক্রিয়ায় ইসরাইলে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তাদের আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যতক্ষণ না তারা গাজায় তাদের আক্রমণ বন্ধ করে।

গাজা যুদ্ধের পর ইসরাইলি সেনাবাহিনীতে মানসিক সংকট ১০০০% বৃদ্ধি পেয়েছে

ইসরাইলি সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সের মানসিক স্বাস্থ্য ইউনিটের প্রধান জানিয়েছেন যে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যারা মনোরোগের চিকিৎসা নিতো তাদের সংখ্যা বছরে ২৭০ জন থেকে বেড়ে প্রায় ৩,০০০ জন হয়েছে, তার মানে শততকরা ১০০০% ভাগ বৃদ্ধি পেয়েছে।

ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, ইসরাইলি সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সের মানসিক স্বাস্থ্য ইউনিটের প্রধান কর্নেল উজি বাখুর বলেছেন: "অতীতে, ইসরাইলি সৈন্যরা ১০ বছর পর মানসিক পরিষেবার জন্য অনুরোধ করত, কিন্তু এখন এই অনুরোধ অনেক আগে থেকেই করা হচ্ছে এবং কখনও কখনও আঘাতের এক বা দুই সপ্তাহ পরেও তাদের এই পরিষেবাগুলোর প্রয়োজন হয়।"

ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ বাহিনীর মানসিক স্বাস্থ্য ইউনিটের প্রধান স্বীকার করেছেন যে তার ইউনিট ইসরাইলি সৈন্যদের মধ্যে আত্মহত্যার ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং ইসরায়েলি সৈন্যদের দ্বারা সংঘটিত বেশিরভাগ আত্মহত্যা থেরাপিস্ট বা সেনাবাহিনীর স্বাস্থ্য কর্মকর্তাদের অজানা।

মার্কিন দাবির ব্যাপারে জাতিসংঘের স্পষ্ট প্রতিক্রিয়া; পশ্চিম তীর ফিলিস্তিনিদের

জাতিসংঘের উপ-মুখপাত্র জোর দিয়ে বলেছেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি অবৈধ।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন দাবি করেছিল-পশ্চিম তীর ইহুদি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিল এবং এটি "ন্যায়সঙ্গতভাবে" ইহুদিদের, তার জবাবে জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক বলেছেন: আন্তর্জাতিক আইন অনুসারে, ইসরাইলে ইহুদি বসতি নির্মাণ অবৈধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

ইসরাইলকে বয়কট করার জন্য জার্মান আইনপ্রণেতার অনুরোধ

জার্মান শাসক দলের একজন সংসদীয় ডেপুটি বলেছেন: ইহুদিবাদী ইসরাইলকে বয়কটের বিকল্পগুলোর মধ্যে অস্ত্র রপ্তানি স্থগিত করা এবং বাণিজ্য সহযোগিতা বন্ধ করা অন্তর্ভুক্ত থাকতে পারে। ফার্স নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, জার্মান শাসক দলের একজন সংসদীয় ডেপুটি জিমতি মুলার বলেছেন: বার্লিনের উচিত ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করা, যার মধ্যে অস্ত্র রপ্তানি স্থগিত করা বা ইউরোপের সাথে চুক্তি স্থগিত করা অন্তর্ভুক্ত। জার্মান শাসক দলের সংসদীয় ডেপুটি আরও বলেছেন: গাজায় সাহায্যের ওপর কোনও বিধিনিষেধ নেই বলে ইসরাইলের দাবি বিশ্বাসযোগ্য নয়; গাজায় শীঘ্রই যদি প্রকৃত অগ্রগতি না ঘটে, তাহলে ইসরাইলের জন্য কঠোর পরিণতি বিবেচনা করা উচিত।

ভারতকে অন্যায্য ভাবে লক্ষ্যবস্তু করার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে দেশটি

মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঘোষণা করেছেন: রাশিয়া থেকে তেল আমদানির জন্য আমেরিকা ভারতকে অন্যায্যভাবে লক্ষ্যবস্তু করেছে। ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মার্কিন নেতৃত্বের প্রতি পশ্চিমাদের দ্বৈত দৃষ্টিভঙ্গির সমালোচনা করে বলেছেন: বিশ্ব বাজার পরিস্থিতির কারণে ভারতের তেল আমদানি একটি প্রয়োজনীয়তা, এর সমালোচনাকারী দেশগুলো নিজেরাই রাশিয়ার সাথে ব্যাপক বাণিজ্যে লিপ্ত।  নয়াদিল্লির সাথে ওয়াশিংটনের উত্তেজনা ধীরে ধীরে যখন বৃদ্ধি পাচ্ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন ঘোষণা করেছিলেন যে তিনি রাশিয়ার তেল কেনার কারণে নয়াদিল্লির বিরুদ্ধে উল্লেখযোগ্যভাবে শুল্ক বৃদ্ধি করবেন।#

পার্সটুডে/এনএম/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।