বার্সেলোনার দুর্দান্ত কামব্যাক
বুলগেরিয়ায় ইরানি গ্রিকো-রোমান কুস্তিগীরদের দারুণ সাফল্য
-
৫৫ কেজি ওজনশ্রেণিতে স্বর্ণপদক জিতেছেন পায়াম আহমাদি
পার্সটুডে: বুলগেরিয়ায় অনুষ্ঠিত জুনিয়র গ্রিকো-রোমান কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইরানি কুস্তিগীররা দারুণ সাফল্য দেখিয়েছে। চার ওজন শ্রেণির দ্বিতীয় দিনের লড়াইয়ে ইরানের ঝুলিতে এসেছে এক স্বর্ণ ও এক রৌপ্যপদক।
মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, পায়াম আহমাদি ৫৫ কেজি ওজনশ্রেণিতে সবার শীর্ষে থেকে স্বর্ণপদক জিতেছেন। আর ৯৭ কেজি ওজনে দুর্দান্ত লড়াই করেও মোহাম্মদ হাদি সাইদি ফাইনালে হেরে রৌপ্যপদক অর্জন করেছেন।
লেভান্তের বিপক্ষে বার্সেলোনার অবিশ্বাস্য কামব্যাক
লা লিগার দ্বিতীয় সপ্তাহের ম্যাচে শনিবার রাতে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও লেভান্তে। প্রথমার্ধে শক্তিশালী লেভান্তে ২–০ গোলের লিড নেয়। গোল করেন ইভান রোমেরো ও হোসে লুইস মোরালেস।
তবে বিরতির পর খেলার মোড় ঘুরে যায়। মাত্র তিন মিনিটের ব্যবধানে (৪৯ ও ৫২ মিনিটে) গোল করে ম্যাচে সমতা ফেরান বার্সেলোনার দুই তারকা পেদ্রি ও ফেরান তোরেস। শেষ মুহূর্তে আবারও জ্বলে ওঠেন তোরেস। তাঁর নাটকীয় গোলেই ৩–২ গোলে জয়ের স্বাদ পায় কাতালানরা।
এই জয়ে নতুন কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মৌসুমের শুরুতে আত্মবিশ্বাসী বার্তা দিল।#
পার্সটুডে/এমএআর/২৪