পশ্চিমা আধিপত্যবিরোধী প্রচেষ্টা থেকে মোহাম্মদ সিনওয়ারের শাহাদাত নিশ্চিত করা পর্যন্ত
https://parstoday.ir/bn/news/world-i151574-পশ্চিমা_আধিপত্যবিরোধী_প্রচেষ্টা_থেকে_মোহাম্মদ_সিনওয়ারের_শাহাদাত_নিশ্চিত_করা_পর্যন্ত
পার্সটুডে-বিশ্ব আজ ব্যাপক রাজনৈতিক ও সামাজিক ঘটনাবলী প্রত্যক্ষ করছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বিচিত্র দৃষ্টিকোণ থেকে এমনকি কখনও কখনও নির্বাচনী দৃষ্টিকোণ থেকে সেসব সংবাদ কভার করছে।
(last modified 2025-09-02T08:14:53+00:00 )
আগস্ট ৩১, ২০২৫ ১৮:৩৬ Asia/Dhaka
  • মোহাম্মদ সিনওয়ারের শাহাদাত নিশ্চিত করতে পশ্চিমা আধিপত্যবিরোধী প্রচেষ্টা
    মোহাম্মদ সিনওয়ারের শাহাদাত নিশ্চিত করতে পশ্চিমা আধিপত্যবিরোধী প্রচেষ্টা

পার্সটুডে-বিশ্ব আজ ব্যাপক রাজনৈতিক ও সামাজিক ঘটনাবলী প্রত্যক্ষ করছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বিচিত্র দৃষ্টিকোণ থেকে এমনকি কখনও কখনও নির্বাচনী দৃষ্টিকোণ থেকে সেসব সংবাদ কভার করছে।

পার্সটুডে'র এই নিবন্ধে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো একবার দেখে নেয়া যাক।

সিএনএন শিরোনাম করেছে: ট্রাম্প কীভাবে দেশগুলোকে চীনের কক্ষপথে ঠেলে দিচ্ছেন। তবে, রয়টার্স এই সিদ্ধান্তে পৌঁছায়নি যে আমেরিকার যুদ্ধবাজ নীতি এবং অর্থনৈতিক চাপ দেশটিকে বিচ্ছিন্ন করেছে এবং তার অন্যান্য অংশীদারদের এশিয় দেশগুলোর দিকে ঝুঁকতে বাধ্য করেছে।

পক্ষান্তরে, ব্রিকস গ্রুপের বিরুদ্ধে মার্কিন নীতি এবং মাঝে মাঝে হুমকির কারণে, সংবাদ সংস্থা স্পুতনিক তাদের একটি সংবাদ আইটেমের শিরোনামে লিখেছে: "বহুমেরুকরণের বিপদ বিষয়ে ব্রাজিল ব্রিকস শীর্ষ সম্মেলনের আহ্বান জানিয়েছে।" স্পুতনিক জোর দিয়ে জানিয়েছে, উদীয়মান বহুমেরু ব্যবস্থার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ঝুঁকি মোকাবেলায় ব্রাসিলিয়া একটি ব্যতিক্রমি ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের চেষ্টা করছে।

সংবাদ সংস্থা ইউরোনিউজ আরও লিখেছে: লন্ডন অস্ত্র মেলায় ব্রিটেন "কোনও ইসরাইলি প্রতিনিধিদলকে" আমন্ত্রণ জানায় নি। ইউরোনিউজের এই সংবাদে, গাজায় ইহুদিদের অপরাধের পর ইহুদিদের রাজনৈতিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতার কোনও উল্লেখ নেই, তবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ব্রিটিশ অবস্থান এমনভাবে তুলে ধরা হয়েছে যাতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলোর সমর্থনের ব্যাপারে দর্শকরা বিভ্রান্ত হয়।

রয়টার্স এই শিরোনামটি বেছে নিয়েছে: হামাস তার সামরিক কমান্ডার মুহাম্মদ সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এই সংবাদ প্রতিবেদনে হামাসের বিরুদ্ধে লক্ষ্য অর্জনে ইসরাইলের ব্যর্থতার কথা উল্লেখ করা হয় নি। প্রতিরোধ কমান্ডারদের শহীদ করেও, ইসরাইল তার একটি লক্ষ্যও অর্জন করতে পারে নি। তাদের লক্ষ্য ছিল ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন "হামাস"কে সম্পূর্ণ ধ্বংস করা।

বিবিসি একটি শিরোনামে আরও লিখেছে: ট্রাম্প মার্কিন মানবিক সহায়তা থেকে ৫ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ কমাবেন। ওই নিবন্ধে এ ধরনের সিদ্ধান্তের পরিণতি সম্পর্কে কোনও উল্লেখ করা হয় নি বরং মার্কিন যুক্তরাষ্ট্রের মানবিক আচরণের কথা উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/এনএম/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।