ইরান: আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য আমেরিকা ও ইসরায়েলকে জবাবদিহি করতে হবে
-
ভিয়েনায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি রেজা নাজাফি
পার্সটুডে-ভিয়েনায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডের আবারও নিন্দা করার পাশাপাশি আইনের এই স্পষ্ট লঙ্ঘনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের যেকোনো উদাসীনতা এবং নিষ্ক্রিয়তার পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন।
ভিয়েনায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি রেজা নাজাফি তার বক্তৃতায় জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্রগুলোসহ ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের দায়িত্বশীল দৃষ্টিভঙ্গির সাথে নিন্দাকারী সমস্ত দেশের প্রশংসা করেছেন এবং আন্তর্জাতিক আইনের নিয়ম এবং অস্ত্র বিস্তার রোধের ব্যবস্থার গুরুতর লঙ্ঘনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন। পার্সটুডে অনুসারে, ইরনার উদ্ধৃতি দিয়ে রেজা নাজাফি জোর দিয়ে বলেছেন, আজ আন্তর্জাতিক সম্প্রদায় একটি অত্যন্ত গুরুতর সমস্যার মুখোমুখি হচ্ছে; একটি স্পষ্ট বার্তা দিতে হবে যে আইএইএ সুরক্ষা ব্যবস্থার অধীনে পারমাণবিক স্থাপনাগুলোতে অবৈধ আক্রমণ কেবল শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে রাষ্ট্রগুলোর বৈধ অধিকারের স্পষ্ট লঙ্ঘনই নয়, বরং আইএইএ সুরক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার উপর সরাসরি আক্রমণও। তিনি আরও বলেন, জাতিসংঘের সনদ স্পষ্টভাবে হুমকি বা বলপ্রয়োগ নিষিদ্ধ করে এবং কোনও ব্যাখ্যাই সুরক্ষা ব্যবস্থার অধীনে পারমাণবিক স্থাপনাগুলোতে পূর্বপরিকল্পিত আক্রমণকে ন্যায্যতা দিতে পারে না।
ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আক্রমণের শিকার অধিকৃত অঞ্চল
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি অধিকৃত জাফা অঞ্চলে ইসরায়েলি সরকারের একটি গুরুত্বপূর্ণ সামরিক পয়েন্টে প্যালেস্টাইন-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণের ঘোষণা দিয়েছেন। ইয়াহিয়া সারি বলেন, আমরা প্যালেস্টাইন-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি অভূতপূর্ব সামরিক অভিযান পরিচালনা করেছি। তিনি আরো বলেন, আমরা অধিকৃত জাফা অঞ্চলে ইসরায়েলি শত্রুর একটি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করেছি। এই অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে, যার ফলে লক্ষ লক্ষ মানুষ আশ্রয়কেন্দ্রে পালিয়ে গেছে এবং আকাশসীমা বন্ধ হয়ে গেছে।
ইহুদিবাদী শাসনের অপরাধের নিন্দা জানিয়ে পাকিস্তানি শিশুদের বিশাল সমাবেশ
শিশু হত্যাকারী ইহুদিবাদী শাসনের অপরাধের নিন্দা জানিয়ে এবং গাজার নির্যাতিত জনগণের, বিশেষ করে এই উপত্যকার শিশুদের সাথে সংহতি প্রকাশ করে পাকিস্তানি শিশু ও শিক্ষার্থীদের একটি বিশাল সমাবেশ বৃহস্পতিবার করাচিতে অনুষ্ঠিত হয়। হাজার হাজার শিশু, তাদের বাবা-মা, সেইসাথে করাচির প্রাথমিক বিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা এই বিশাল সমাবেশে অংশ নিয়েছিল এবং গাজার মা ও ছোট শিশুদের সাথে সংহতি প্রকাশ করেছিল।
রাশিয়া: পারমাণবিক শক্তি সংস্থার সাথে চুক্তি ইরানের দায়িত্বশীল দৃষ্টিভঙ্গির প্রমাণ
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কায়রো চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন: আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সাথে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বোঝাপড়া এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ কর্তৃক এর অনুমোদন তেহরানের দায়িত্বশীল দৃষ্টিভঙ্গির প্রমাণ।
"জঙ্গলের আইন" এড়াতে বৃহত্তর বৈশ্বিক ঐক্যের আহ্বান জানিয়েছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী
বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষামন্ত্রী পরোক্ষভাবে ওয়াশিংটনের নীতির সমালোচনা করে বিশ্বে "আধিপত্যবাদী যুক্তি এবং হুমকিমূলক কর্মকাণ্ডের" নিন্দা করেছেন এবং বিশ্ব শান্তি রক্ষা এবং বিশ্বে "জঙ্গলের আইন" এর শাসন এড়াতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বৃহত্তর প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।#
পার্সটুডে/এমবিএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।