ইরানের সাথে সম্পর্ক পাকিস্তানের পররাষ্ট্র নীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ: ইসলামাবাদ
https://parstoday.ir/bn/news/world-i152246-ইরানের_সাথে_সম্পর্ক_পাকিস্তানের_পররাষ্ট্র_নীতির_গুরুত্বপূর্ণ_স্তম্ভ_ইসলামাবাদ
পার্সটুডে- পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান আমাদের ভাই এবং প্রতিবেশী এই দেশের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্ক বজায় রাখা ইসলামাবাদের পররাষ্ট্র নীতির অন্যতম স্তম্ভ।
(last modified 2025-09-24T10:57:30+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১২:৫৮ Asia/Dhaka
  • পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান
    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান

পার্সটুডে- পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান আমাদের ভাই এবং প্রতিবেশী এই দেশের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্ক বজায় রাখা ইসলামাবাদের পররাষ্ট্র নীতির অন্যতম স্তম্ভ।

ইরানের সাথে কৌশলগত সম্পর্কের ওপর পাকিস্তানের গুরুত্ব, বাংলাদেশি উলামাদের কাবুল সফর, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং দেশের জনগণের কাছে ভারতীয় প্রধানমন্ত্রীর অনুরোধ- এই বিষয়গুলো নিয়ে পার্সটুডে'র এই সংবাদ প্যাকেজে আলোচনা করা হবে।

ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের উপর পাকিস্তানের জোর

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান ইসলামাবাদে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেছেন,  ইসলামী প্রজাতন্ত্র ইরান পাকিস্তানের খুব ঘনিষ্ঠ বন্ধু এবং অংশীদার। একটি ভ্রাতৃপ্রতিম, প্রতিবেশী এবং এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ।

পার্সটুডে জানিয়েছে, তিনি আরও বলেন, আমরা ইরানের সাথে শতাব্দী প্রাচীন এই সম্পর্ক বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। এই সম্পর্ক ইসলামাবাদের পররাষ্ট্র নীতির অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জোর দিয়ে বলেন, তার দেশ কূটনীতিকে সমর্থন এবং এই অঞ্চলের বর্তমান পরিস্থিতির উত্তেজনা হ্রাসে সহায়তা করার ক্ষেত্রে ভূমিকা পালন অব্যাহত রাখবে।

বাংলাদেশি উলামাদের কাবুল সফর; মানবাধিকার ও ধর্মীয় সহযোগিতার ওপর আলোচনা

তালেবানের আমন্ত্রণে বিশিষ্ট বাংলাদেশি উলামাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল কাবুলে পৌঁছেছে। মানবাধিকার ও ধর্মীয় সহযোগিতার ওপর আলোচনা করার কথা রয়েছে। প্রতিনিধিদলটিতে সাতজন ইসলামিক নেতা রয়েছেন। তারা আফগানিস্তানের প্রধান বিচারপতি, বেশ কয়েকজন মন্ত্রী, সিনিয়র উলামা এবং উচ্চপদস্থ তালেবান কর্মকর্তাদের সাথে দেখা ও আলোচনা করবেন বলে কথা রয়েছে। এই সফরের লক্ষ্য হল ধর্মীয় ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করা, মানবাধিকার এবং নারী অধিকার পর্যবেক্ষণ করা, বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা বিকাশ করা।

জাতিসংঘ সাধারণ পরিষদের বিরতিতে ভারত ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার মার্কিন প্রতিপক্ষের সাথে দেখা করার কথা রয়েছে। রাশিয়ান তেল কেনার কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় আমদানিতে ভারী শুল্ক (মোট ৫০ শতাংশ) আরোপের পর সাম্প্রতিক মাসগুলিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর এটি হবে তাদের প্রথম মুখোমুখি বৈঠক। এই বৈঠকটি ভারত-মার্কিন সম্পর্ককে শক্তিশালী ও উন্নত করার চলমান প্রচেষ্টার অংশ। এর আগে ২০২৫ সালে (জানুয়ারী এবং জুলাই মাসে) ওয়াশিংটনে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দুই নেতা দুবার দেখা করেছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী: বিদেশী পণ্য বাদ দিন

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য উত্তেজনার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দেশবাসীকে বিদেশী পণ্য ব্যবহার বন্ধ করে দেশীয় উৎপাদনের উপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা প্রতিদিন যে পণ্য ব্যবহার করি তার অনেকগুলি বিদেশে তৈরি কিন্তু আমরা সেগুলি সম্পর্কে অবগত নই। আমাদের এই পণ্যগুলি বাদ দেওয়া উচিত। প্রধানমন্ত্রী- দোকানদারদের ভারতে তৈরি পণ্য বিক্রির উপর মনোযোগ দেওয়ার আহ্বান জানান। কারণ হিসেবে তিনি বলেন, এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। তিনি এই মন্তব্য এমন এক সময়ে করলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানি করা পণ্যের উপর ৫০% শুল্ক আরোপ করেছেন।#

পার্সটুডে/জিএআর/২৩