পরমাণু ডুবোজাহাজের সংঘর্ষ: ব্রিটেনের কাছে ব্যাখ্যা চেয়েছে স্পেন
https://parstoday.ir/bn/news/world-i15298-পরমাণু_ডুবোজাহাজের_সংঘর্ষ_ব্রিটেনের_কাছে_ব্যাখ্যা_চেয়েছে_স্পেন
জিব্রালটার উপকূলে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর পরমাণু ডুবোজাহাজ ‘এইচএমএস অ্যামবুশ’র সঙ্গে একটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষের বিষয়ে জরুরি ভিত্তিতে লন্ডনের ব্যাখ্যা দাবি করেছে স্পেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ২২, ২০১৬ ১৬:০৩ Asia/Dhaka
  • পরমাণু ডুবোজাহাজের সংঘর্ষ: ব্রিটেনের কাছে ব্যাখ্যা চেয়েছে স্পেন

জিব্রালটার উপকূলে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর পরমাণু ডুবোজাহাজ ‘এইচএমএস অ্যামবুশ’র সঙ্গে একটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষের বিষয়ে জরুরি ভিত্তিতে লন্ডনের ব্যাখ্যা দাবি করেছে স্পেন।

বুধবার স্থানীয় সময় রাত দেড়টায় এ ঘটনা ঘটেছে। এ সময় এইচএমএস অ্যামবুশ পানির নীচে প্রশিক্ষণ তৎপরতা চালাচ্ছিল বলে ব্রিটিশ নৌবাহিনীর পক্ষ থেকে এর আগে দাবি করা হয়েছে।

স্পেনের পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, মাদ্রিদের ব্রিটিশ দূতাবাসকে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সংঘর্ষে ব্রিটিশ 'এইচএমএস অ্যামবুশ' ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্রিটিশ নৌবাহিনী স্বীকার করেছিল। পাশাপাশি আরো দাবি করা হয়েছিল, সংঘর্ষে অ্যামবুশের পরমাণু চুল্লির কোনো ক্ষতি হয় নি। অবশ্য , মেরামতের জন্য একে অন্য জাহাজ দিয়ে টেনে ডকইয়ার্ডে নিয়ে যেতে হয়েছে।

কিন্তু স্পেনের খ্যাতনামা পরিবেশবাদী আন্দোলনকারী অ্যান্তোনিও মুনোজ বলেছেন, এ ঘটনায় জিব্রালটার সংলগ্ন মহাসাগরে ক্ষতিকারক কিছু ছড়িয়ে পড়েছে কিনা সে বিষয়ে আরো তথ্য  জানার প্রয়োজন রয়েছে।

এর আগে, জিব্রালটারে ব্রিটিশ পরমাণু ডুবোজাহাজের উপস্থিতির কঠোর বিরোধিতা করেছে স্পেন।#

পার্সটুডে/মূসা রেজা/২২