আইপ্যাকের কড়া সমালোচনা করলেন স্যান্ডার্স; 'আমি ইহুদি, কিন্তু অন্যায়ের পক্ষে নই'
https://parstoday.ir/bn/news/world-i153362-আইপ্যাকের_কড়া_সমালোচনা_করলেন_স্যান্ডার্স_'আমি_ইহুদি_কিন্তু_অন্যায়ের_পক্ষে_নই'
পার্সটুডে- বার্নি স্যান্ডার্স যুক্তরাষ্ট্রে ইহুদি লবিকে এক “অতিধনী অলিগার্কি” হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, এই লবি মার্কিন জনগণের স্বার্থ নষ্ট করছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
অক্টোবর ২৫, ২০২৫ ১৩:১৭ Asia/Dhaka
  • স্যান্ডার্স
    স্যান্ডার্স

পার্সটুডে- বার্নি স্যান্ডার্স যুক্তরাষ্ট্রে ইহুদি লবিকে এক “অতিধনী অলিগার্কি” হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, এই লবি মার্কিন জনগণের স্বার্থ নষ্ট করছে।

আমেরিকার স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপেক নামের শক্তিশালী ইসরায়েলি লবি ও ইসরায়েলের ডানপন্থী সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, ইহুদিবাদীদের লবি বিলিয়নিয়ারদের অর্থে পরিচালিত হয়ে আমেরিকার প্রগতিশীলদের কণ্ঠরোধ করছে ও বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি অন্ধ সমর্থন দিয়ে  যাচ্ছে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, স্যান্ডার্স সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,

“ আইপেকের বিশেষত্ব হলো—এটি মূলত বিলিয়নিয়ারদের এক অলিগার্কি, যারা বর্তমান অবস্থা টিকিয়ে রাখতে লড়াই করছে।”

ইহুদি বংশোদ্ভূত এবং মার্কিন সিনেটে অন্যতম পরিচিত রাজনীতিক স্যান্ডার্সের এই বক্তব্যকে অনেকে দেখছেন ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরীণ ক্রমবর্ধমান বিভাজনের প্রতিফলন হিসেবে, যেখানে মূলধারা ও এর বামপন্থী অংশের মধ্যে ইসরায়েল-সমর্থন নিয়ে গভীর মতপার্থক্য রয়েছে, বিশেষ করে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এই বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে।

 

অলিগার্কির বিরুদ্ধে লড়াই

বার্নি স্যান্ডার্স সম্প্রতি প্রকাশিত বই ফাইট অলিগার্কিতে ঐসব গোষ্ঠীর সমালোচনা করেছেন যারা আমেরিকার অর্থনীতি, রাজনীতি ও গণমাধ্যমের বড় অংশ নিয়ন্ত্রণ করছে এবং সাধারণ মানুষের সংগঠিত হওয়ার পথে বাধা দিচ্ছে।
তিনি বলেন, আইপেক এই ক্ষমতাকাঠামোরই একটি অংশ, যা “ইহুদি-বিরোধিতার অভিযোগ”কে ব্যবহার করছে ইসরায়েলের নীতির সমালোচকদের চুপ করানোর অস্ত্র হিসেবে।

আইপেক যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী লবি গোষ্ঠীগুলোর একটি, যা নির্বাচনে কোটি কোটি ডলার ব্যয় করে থাকে। এই গোষ্ঠীর ইসরায়েল অকুণ্ঠ সমর্থন করায় প্রগতিশীল রাজনীতিকরা এই গোষ্ঠীর সমালোচনা করে থাকেন।

“আমি ইহুদি, কিন্তু অন্যায়ের পক্ষে নই”

৮৪ বছর বয়সী স্যান্ডার্স বলেছেন, “আমি গর্বের সঙ্গে বলি, আমি একজন ইহুদি। কিন্তু এর মানে এই নয় যে, আমি এমন এক চরম ডানপন্থী ইসরায়েলি সরকারের পক্ষ নেব, যারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ কাজ করছে।”

বিশ্লেষকরা মনে করছেন, স্যান্ডার্সের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিমণ্ডলে এক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। বিশেষকরে তরুণ ডেমোক্র্যাটদের অনেকেই নেতানিয়াহু সরকারকে দেওয়া মার্কিন আর্থিক ও সামরিক সহায়তা নিয়ে অসন্তুষ্ট।

ট্রাম্পের বিলাসবহুল “ডান্স হল” প্রকল্পের সমালোচনা

স্যান্ডার্স তার “এক্স” (X) অ্যাকাউন্টেও ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, “ট্রাম্প হোয়াইট হাউস ধ্বংস করছে ডান্স হল নির্মাণের জন্য, যা তার বিলিয়নিয়ার বন্ধুদের অর্থে তৈরি হচ্ছে। ৩০ কোটি ডলার ব্যয় করা হচ্ছে। কিন্তু বিষয়টা শুধু এখানেই শেষ নয়, সে সংবিধান ধ্বংস করছে, আমাদের স্বাস্থ্যসেবা ধ্বংস করছে, আমাদের গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছে।”

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রকাশিত সাম্প্রতিক ছবিতে দেখা যায়, হোয়াইট হাউসের পূর্ব দিকের অংশ ভেঙে ফেলা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল ডান্স হল নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে এটা করা হয়েছে।#

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।