মার্কিন তরুণদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস
যুক্তরাষ্ট্রই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক বিস্তারকারী দেশ: ইরান
-
সাইয়েদ আব্বাস আরাকচি
পার্সটুডে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি মার্কিন প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্র পরীক্ষার পুনরায় শুরুর নির্দেশের প্রতিক্রিয়া জানিয়েছেন।
গতকাল (বৃহস্পতিবার) রাতে এক টুইটে ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষার পুনরায় শুরু করার নির্দেশের প্রতিক্রিয়ায় আরাকচি বলেন, "কোনো সন্দেহ নেই যে, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পরমাণু অস্ত্র বিস্তারকারী দেশ।"
তিনি আরও বলেন, “পারমাণবিক পরীক্ষা আবার শুরুর ঘোষণা একটি পশ্চাদগামী ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি।”
আরাকচি আরও যোগ করেন, "এ ধরনের ধ্বংসাত্মক অস্ত্রের ব্যবহারকে স্বাভাবিকী করার জন্য বিশ্ববাসীর উচিত মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করা।"
গতকাল (বৃহস্পতিবার) নিজের 'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প বলেন, "অন্য দেশগুলোর পারমাণবিক পরীক্ষা কর্মসূচির কারণে আমি ডিপার্টমেন্ট অব ওয়ারকে (যুদ্ধ দপ্তর) নির্দেশ দিয়েছি, আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষাও সমানভাবে শুরু করতে। এই প্রক্রিয়া এখনই শুরু হবে।”
গাজায় নিরপরাধ মানুষ হত্যা ভয়ঙ্কর: আয়ারল্যান্ড
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন ও ইসরায়েলি বাহিনীর গণহত্যার কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও গাজায় মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।
আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন: "গাজায় নিরপরাধ মানুষ, যাদের মধ্যে ডজন ডজন শিশু রয়েছে, তাদের হত্যা করা অত্যন্ত ভয়ঙ্কর।"
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: লেবানন
ইসরায়েলি দখলদার বাহিনী একাধিক যুদ্ধবিমান নিয়ে লেবাননের আল-জার্মুক শহর ও আল-মাহমুদিয়া এলাকার পার্বত্য অঞ্চলে হামলা চালিয়েছে।
এ প্রসঙ্গে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন, সেনাপ্রধান রুডলফ হেইকল-এর সঙ্গে বৈঠকে, লেবাননের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা রক্ষার্থে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তিনি যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটিকে, যেখানে যুক্তরাষ্ট্রও সদস্য, শুধুমাত্র ঘটনাবলী নথিভুক্ত করার পরিবর্তে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানান।
মার্কিন তরুণদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস
ইকোনমিস্ট ও ইউগভ-এর এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ট্রাম্পের সামগ্রিক জনপ্রিয়তা তার দ্বিতীয় মেয়াদের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।
সবচেয়ে বেশি অসন্তোষ দেখা গেছে, ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে ৭৫ শতাংশ ট্রাম্পের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছে।
ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার আছে: কাতার
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলে-সানি মার্কিন থিঙ্ক ট্যাঙ্কে এক আলোচনায় বলেন, “ইরানের শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি বিকাশের পূর্ণ অধিকার রয়েছে।”
তিনি আরও বলেন, “কোনো পারমাণবিক প্রতিযোগিতা চলছে না। ইরানের আন্তর্জাতিক আইনের আওতায় জ্বালানি উৎপাদনের জন্য শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার রয়েছে।”#
পার্সটুডে/এমএআর/৩১