জাপানি প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করল চীন; এক সম্ভাবনার অকাল মৃত্যু
https://parstoday.ir/bn/news/world-i153656-জাপানি_প্রধানমন্ত্রীর_কঠোর_সমালোচনা_করল_চীন_এক_সম্ভাবনার_অকাল_মৃত্যু
পার্সটুডে- চীন সরকার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে তাইওয়ানের এক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর সাক্ষাতের তীব্র সমালোচনা করেছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ০২, ২০২৫ ২০:৩১ Asia/Dhaka
  • জাপানি প্রধানমন্ত্রী
    জাপানি প্রধানমন্ত্রী

পার্সটুডে- চীন সরকার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে তাইওয়ানের এক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর সাক্ষাতের তীব্র সমালোচনা করেছে।

বেইজিং এই সাক্ষাৎকে এক চীন নীতির লঙ্ঘন বলে ব্যাখ্যা করেছে। চীন বলছে, এ ধরণের পদক্ষেপ দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি শুক্রবার ও শনিবার (৩১ অক্টোবর ও ১ নভেম্বর) এপেক সম্মেলনের ফাঁকে তাইওয়ানের প্রেসিডেন্টের উপদেষ্টা হসিন-ই–এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সামাজিক মাধ্যম এক্সে লেখেন- “জাপান ও তাইওয়ানের সম্পর্ক আরও গভীর করার জন্য আমি আশাবাদী।”

এর পরপরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানায়। এতে বলা হয়- “এই ধরনের পদক্ষেপ নেতিবাচক প্রকৃতির এবং বেইজিং দৃঢ়ভাবে এর বিরোধিতা করছে।”

বিবৃতিতে আরও বলা হয়, তাকাইচি ইচ্ছাকৃতভাবে তাইওয়ানের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেটিকে সামাজিকমাধ্যমে প্রচার করেছেন।

বেইজিংয়ের এই প্রতিক্রিয়া আসে তাকাইচির সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং–এর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাতের মাত্র এক দিন পর, যা দুই দেশের সম্পর্ক উন্নয়নের আশাবাদ তৈরি করেছিল।

বিশ্লেষকদের মতে, এই ঘটনাটি চীন-জাপান সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে—যে সম্পর্ক ইতিমধ্যেই সমুদ্রসীমা বিরোধ, বাণিজ্যিক সীমাবদ্ধতা এবং তাইওয়ান প্রণালী ইস্যুতে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।