ইরানিদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাগুলো মানবতাবিরোধী অপরাধ: বাকায়ি
https://parstoday.ir/bn/news/world-i153770-ইরানিদের_বিরুদ্ধে_মার্কিন_নিষেধাজ্ঞাগুলো_মানবতাবিরোধী_অপরাধ_বাকায়ি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানিদের বিরুদ্ধে মার্কিন অন্যায় নিষেধাজ্ঞাকে মানবতাবিরোধী অপরাধ বলে অভিহিত করেছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ০৭, ২০২৫ ১৫:৫৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি

পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানিদের বিরুদ্ধে মার্কিন অন্যায় নিষেধাজ্ঞাকে মানবতাবিরোধী অপরাধ বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায়, "ফ্লাইট অফ বাটারফ্লাইস" তথ্যচিত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগদানের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি ইরানিদের বিরুদ্ধে মার্কিন অন্যায় নিষেধাজ্ঞাকে নিষ্ঠুরতা এবং নির্মমতার চরম প্রকাশ এবং মানবতাবিরোধী অপরাধ বলে অভিহিত করেছেন। মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, ইসমায়িল বাকায়ি বলেছেন: "ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাগুলো এতোই নিষ্ঠুর এবং অমানবিক যে, অন্যান্য অনেক নিরাময়যোগ্য রোগীর মতো বাটারফ্লাই চর্ম রোগীরাও সর্বদা নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তুর তালিকার শীর্ষে ছিল।" তিনি আরও বলেন: "ইরানে "ইবি" রোগীদের জন্য বিশেষ ড্রেসিং পাঠানো রোধ করা নিষেধাজ্ঞা আরোপকারী এবং নিষেধাজ্ঞা বাস্তবায়নকারীদের নিষ্ঠুরতা এবং নির্মমতার চরম উদাহরণ।"

ট্রাম্প মানবতাবিরোধী: কলম্বিয়ার প্রেসিডেন্ট

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন: জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে (COP30) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুপস্থিতি প্রমাণ করে যে তিনি মানবতাবিরোধী। জীবাশ্ম জ্বালানির প্রতি ট্রাম্পের সমর্থন এবং ন্যাটো সদস্যদের সামরিক বাজেট বৃদ্ধির জন্য মার্কিন প্রেসিডেন্টের সময়সীমার সমালোচনা করেন পেত্রো। তিনি বলেন: "সমস্যা প্রতিরক্ষা কিংবা সামরিক সমস্যা অথবা রাশিয়া বা কোনো শত্রু নয়, বরং সমস্যা হলো জলবায়ু পরিবর্তন।

দক্ষিণ লেবাননে ইসরাইলের পদক্ষেপ একটি সম্পূর্ণ অপরাধ: আউন

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন: দক্ষিণ লেবাননে ইসরাইল যা করেছে তা সম্পূর্ণ অপরাধ। আউন আরও বলেন: "যখনই লেবানন ইসরাইলের সাথে বিরোধপূর্ণ বিষয়গুলো আলোচনা এবং শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য তার প্রস্তুতি ঘোষণা করে, তখনই ইসরাইল লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন বাড়িয়েছে।"

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের প্রশংসা করেছেন পাকিস্তানের বুদ্ধিজীবীরা

পাকিস্তানের রাজনীতি বিশেষজ্ঞ, দলীয় নেতা এবং একটি দল ধর্মীয় ব্যক্তিত্ব ইসলামী বিশ্বের ঐক্য জোরদার করার জন্য ইরানের ইসলামী প্রজাতন্ত্রের দৃষ্টিভঙ্গি ও পাকিস্তানসহ প্রতিবেশীদের সাথে সম্পর্কের প্রতি তার বন্ধুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন। তারা বলেছেন: ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইরানি জাতির বিজয় এবং বিশ্বব্যাপী বলদর্পী ব্যবস্থার বিরুদ্ধে তার সাহসী প্রতিরোধের জন্য আমরা সকলেই গর্বিত।

২০২৬ সালে ব্রিকসের পর্যায়ক্রমিক সভাপতি ভারত

ব্রিকস টেলিভিশন নেটওয়ার্ক এক প্রতিবেদনে জানিয়েছে ভারত ২০২৬ সালে ব্রিকস গ্রুপের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব পালন করবে। ইসলামী প্রজাতন্ত্র ইরান, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া এখন ব্রিকস গ্রুপের ১০ সদস্য। এই গ্রুপটি সহযোগিতায় আগ্রহী দেশগুলোর জন্য একটি নতুন বিভাগও তৈরি করেছে। ২০২৪ সালে, ইরান আনুষ্ঠানিকভাবে ব্রিকস গ্রুপে যোগদানের সাথে সাথে রাশিয়া গ্রুপের পর্যায়ক্রমিক চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিল। এই বছর (২০২৫) ব্রাজিল এই পদবি ধারণ করেছে।#

পার্সটুডে/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।