১২ দিনের যুদ্ধের মতো আগুনের লেলিহান শিখা ইসরাইল কখনও দেখেনি: কলিবফ
https://parstoday.ir/bn/news/world-i154022-১২_দিনের_যুদ্ধের_মতো_আগুনের_লেলিহান_শিখা_ইসরাইল_কখনও_দেখেনি_কলিবফ
পার্সটুডে-ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের কলিবফ বলেছেন, ১২ দিনের যুদ্ধের শেষ দিনগুলোতে ইসরাইলের ওপর ইরান প্রচণ্ড হামলা চালায় এবং চাপ সৃষ্টি করে। ফলে তারা যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ১৪, ২০২৫ ১২:৫০ Asia/Dhaka
  • ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের কলিবফ
    ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের কলিবফ

পার্সটুডে-ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের কলিবফ বলেছেন, ১২ দিনের যুদ্ধের শেষ দিনগুলোতে ইসরাইলের ওপর ইরান প্রচণ্ড হামলা চালায় এবং চাপ সৃষ্টি করে। ফলে তারা যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়।

পার্সটুডে জানিয়েছে,ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ (বৃহস্পতিবার) সন্ধ্যায় হাসান তেহরানি মোকাদ্দামির শাহাদাতের ১৪তম বার্ষিকী উপলক্ষে বলেন, এই অঞ্চলের ক্যান্সারজনিত টিউমার অপরাধী ইহুদিবাদী ‌ইসরায়েল তার ৮০ বছরের দুর্ভাগ্যজনক জীবনে ১২ দিনের যুদ্ধের মতো কখনও নিজের বিরুদ্ধে আগুন এবং শক্তির স্বাদ গ্রহণ করেনি।

যদি ইউক্রেন আলোচনা না করে, তাহলে এটি দুর্বল হয়ে পড়বে: ক্রেমলিন

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যত প্রজন্মের জন্যও সেটি নিশ্চিত করা। তিনে আরও বলেছেন, 'যদি ইউক্রেনের পক্ষ থেকে আলোচনা করতে অস্বীকৃতি জানানো হয় তাহলে তারা বর্তমানের চেয়ে অনেক দুর্বল অবস্থান থেকে আলোচনা করতে বাধ্য হবে।'

মাদুরো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে: আর কোনও অন্তহীন যুদ্ধ নয়

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের আশেপাশের জলসীমায় পেন্টাগনের সামরিক তৎপরতার অভূতপূর্ব বৃদ্ধির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে 'আরেকটি অন্তহীন যুদ্ধ' চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রি পিট হেগসেট ভেনেজুয়েলার কাছে অপারেশন সাউদার্ন স্পিয়ার শুরু করার নির্দেশ দেওয়ার কয়েক মিনিট পরে মাদুরো এ মন্তব্য করেছেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী: ইসলামাবাদের সাথে বাণিজ্য সহযোগিতা হ্রাস করার আফগান সিদ্ধান্ত আমাদের জন্য লাভজনক

পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য হ্রাস এবং ট্রানজিট কার্যক্রমের জন্য নতুন রুট বেছে নেওয়ার বিষয়ে তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, আফগানিস্তানের সাথে আমাদের সীমান্তে বাণিজ্য বা যানবাহনের যে কোনও হ্রাস আমাদের জন্য লাভজনক হবে।'

চীন জাপান এবং ৭ গ্রুপকে সতর্ক করেছে

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান তাইওয়ান পরিস্থিতিতে হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে জাপানি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেছেন। এই অবস্থানকে উসকানিমূলক, এক চীন নীতি লঙ্ঘন এবং বেইজিংয়ের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, এই বিষয়ে জাপানের যে কোনও পদক্ষেপের জন্য একটি যথাযথ প্রতিক্রিয়া এবং গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে।#

পার্সটুডে/জিএআর/১৪