রাশিয়ার অসীম পাল্লার ক্ষেপণাস্ত্র সম্পর্কে ন্যাটোর হুঁশিয়ারি; আঞ্চলিক সহযোগিতা বাড়াচ্ছে ইরান
https://parstoday.ir/bn/news/world-i154194-রাশিয়ার_অসীম_পাল্লার_ক্ষেপণাস্ত্র_সম্পর্কে_ন্যাটোর_হুঁশিয়ারি_আঞ্চলিক_সহযোগিতা_বাড়াচ্ছে_ইরান
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ঘোষণা করেছেন, কাস্পিয়ান সাগর উপকূলীয় দেশগুলোর সঙ্গে বহুপাক্ষিক সম্পর্ক জোরদার এবং এই অঞ্চলের অর্থনীতি, জ্বালানি ও পর্যটন খাতের সুযোগ-সম্ভাবনাকে কাজে লাগানো ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রনীতির প্রধান অগ্রাধিকারগুলোর একটি।
(last modified 2025-11-19T10:35:18+00:00 )
নভেম্বর ১৮, ২০২৫ ২০:১৩ Asia/Dhaka
  • উড়ন্ত চেরনোবিল: অসীম পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র
    উড়ন্ত চেরনোবিল: অসীম পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র

পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ঘোষণা করেছেন, কাস্পিয়ান সাগর উপকূলীয় দেশগুলোর সঙ্গে বহুপাক্ষিক সম্পর্ক জোরদার এবং এই অঞ্চলের অর্থনীতি, জ্বালানি ও পর্যটন খাতের সুযোগ-সম্ভাবনাকে কাজে লাগানো ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রনীতির প্রধান অগ্রাধিকারগুলোর একটি।

ইউরেশিয়া অঞ্চল বর্তমানে নানা ধরনের কূটনৈতিক ও নিরাপত্তাগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ইরানের উত্তরে কাস্পিয়ান উপকূলবর্তী দেশগুলোর প্রাদেশিক গভর্নরদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে; অন্যদিকে এই অঞ্চলের পশ্চিমে রাশিয়ার নতুন সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পার্সটুডে’র এই প্রতিবেদনে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ক ঘটনাবলীর সারসংক্ষেপ তুলে ধরা হলো:

কাস্পিয়ান বন্ধুত্ব ও উন্নয়নের সেতুবন্ধন: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি রাশতে অনুষ্ঠিত কাস্পিয়ান উপকূলবর্তী দেশগুলোর প্রাদেশিক গভর্নরদের প্রথম সম্মেলনে বলেছেন, এই দেশগুলোর সঙ্গে বহুপাক্ষিক সম্পর্ক বিস্তারের বিষয়টি ইরানের পররাষ্ট্রনীতিতে সর্বাগ্রে গুরুত্ব পাচ্ছে। তিনি কাস্পিয়ান অঞ্চলের গুরুত্বকে উপসাগরীয় অঞ্চলের সমতুল্য উল্লেখ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও নিরাপত্তাগত সম্পর্ক বিস্তারে ব্যাপক পরিকল্পনার কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানের উত্তরাঞ্চলের প্রদেশগুলোতে যে পরিবহন ও পর্যটন সম্ভাবনা রয়েছে, তা কাস্পিয়ান উপকূলবর্তী দেশগুলোকে আকৃষ্ট করতে পারে।

কাজাখস্তানের সঙ্গে সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার

ইরানের উত্তর–পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পূর্ব আজারবাইজানের কর্মকর্তারা কাজাখস্তানের সঙ্গে সাংস্কৃতিক ক্ষেত্রে ঘনিষ্ঠতার কথা তুলে ধরেছেন। ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান রাসুল ইসমাইলজাদে দুযাল বলেন, কাজাখস্তানের সংস্কৃতি, শিল্প ও সাহিত্যে ইরানি সভ্যতার গভীর প্রভাব রয়েছে এবং এই সাংস্কৃতিক অভিন্নতা পর্যবেক্ষণের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্রও চিহ্নিত করা সম্ভব।

উজবেকিস্তান আফগানিস্তানে বিদ্যুৎ রপ্তানি করবে

উজবেকিস্তানের জ্বালানিমন্ত্রী জুরাবেক মির্জামাহমুদভ এবং আফগানিস্তানের রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানির প্রধান আবদুলবারী ওমর তাশখন্দে ২০২৬ সালের জন্য বিদ্যুৎ রপ্তানি চুক্তি স্বাক্ষর করেছেন। বৈঠকে আফগানিস্তানের জনগণের কল্যাণ, অর্থনৈতিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়। উভয় পক্ষ আফগানিস্তানে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎলাইন এবং সাবস্টেশনের মতো বড় জ্বালানি প্রকল্প বাস্তবায়নের বিষয়েও আলোচনা করেছে।

নাটোর সতর্কতা: বুরেভেসতনিক অনিয়ন্ত্রিত হুমকি

ন্যাটোর গোপন নথি থেকেও এটা স্পষ্ট, রাশিয়া “বুরোস্তেনিক” নামক পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। প্রায় অসীম পাল্লা ও উচ্চমাত্রার কৌশলগত গতিশীলতার পাশাপাশি যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে বিকল্প পথ দিয়ে আক্রমণ করার সক্ষমতার কারণে নাটো এই ক্ষেপণাস্ত্রকে ইউরোপের নিরাপত্তার জন্য নজিরবিহীন হুমকি হিসেবে দেখছে। ক্ষেপণাস্ত্রে স্থাপিত পারমাণবিক রিয়্যাক্টর এটিকে দশ–হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দেওয়ার সক্ষমতা দিয়েছে। তবে কিছু বিশেষজ্ঞ তুলনামূলক কম গতি এবং নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকির কারণ দেখিয়ে এটিকে “অকার্যকর অস্ত্র” বা “উড়ন্ত চেরনোবিল” হিসেবে অভিহিত করেছেন। নাটো বলছে, রাশিয়া এরশনিক নামের আরেকটি নতুন মধ্য-পাল্লার ক্ষেপণাস্ত্রতৈরি করেছে, যার পাল্লা প্রায় ৫,৫০০ কিলোমিটার।

ইউরেশিয়া অঞ্চলের এসব সমসাময়িক পরিবর্তন এক বহুমাত্রিক চিত্র তুলে ধরে। একদিকে ইরান সক্রিয় কূটনীতি দিয়ে পূর্ব ও উত্তর অঞ্চলে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সুযোগগুলো কাজে লাগাতে চাইছে; অন্যদিকে এই অঞ্চলের পশ্চিমে সামরিক প্রতিযোগিতা ও অস্ত্রসজ্জা বাড়তে থাকায় উদ্বেগ ও অস্থিরতার আবহ তৈরি হয়েছে।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।