ইরান-ইরাক সম্পর্ক আরো শক্তিশালী-বেলায়েতি, আমেরিকাকে সতর্ক করল চীন
https://parstoday.ir/bn/news/world-i154328-ইরান_ইরাক_সম্পর্ক_আরো_শক্তিশালী_বেলায়েতি_আমেরিকাকে_সতর্ক_করল_চীন
পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, সাম্প্রতিক নির্বাচনে ইরাকি জনগণের নজিরবিহীন উপস্থিতি এবং বুদ্ধিমত্তা ইরাকের ইতিহাসে একটি অভূতপূর্ব অর্জন।
(last modified 2025-11-23T12:24:40+00:00 )
নভেম্বর ২৩, ২০২৫ ১৩:০৬ Asia/Dhaka
  •  ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি
     ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি

পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, সাম্প্রতিক নির্বাচনে ইরাকি জনগণের নজিরবিহীন উপস্থিতি এবং বুদ্ধিমত্তা ইরাকের ইতিহাসে একটি অভূতপূর্ব অর্জন।

গতকাল শনিবার, ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতির সঙ্গে বৈঠক করেন ইরাকের শীর্ষ পর্যায়ের প্রভাবশালী শিয়া আলেম সৈয়দ আম্মার হাকিমের সিনিয়র উপদেষ্টা সাইয়্যেদ মোহসেন হাকিম। ঐ বৈঠকে তিনি এসব কথা বলেন।

ড. আলী আকবর বেলায়েতি বলেন, ইরান ও ইরাকের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক, শক্তিশালী, গভীর এবং অটুট। আর এই সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হচ্ছে এবং ইসলামী বিশ্বের জন্য আশার উৎস হবে। মেহসেন হাকিম এই বৈঠকে সাম্প্রতিক নির্বাচনের পর ইরাকের সর্বশেষ পরিস্থিতিও ব্যাখ্যা করেছেন এবং শত্রুদের ষড়যন্ত্র সত্ত্বেও নির্বাচনে জনগণের অভূতপূর্ব উপস্থিতিকে ইরাকের জন্য একটি মহান অর্জন হিসেবে মূল্যায়ন করেছেন।

চীন আমেরিকাকে সতর্ক করেছে: সমুদ্র সার্বভৌমত্বের প্রতি হুমকি উত্তরহীন থাকবে না

চীন ‌একটি নিরাপত্তা বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে যে তারা তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় 'নৌ চলাচল এবং আকাশসীমা'র স্বাধীনতার অজুহাতে যেকোনো পদক্ষেপ গ্রহণ করলে তার  বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এটি তাদের দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার স্বার্থেই তারা করবে।

ইরানের বিরুদ্ধে প্রস্তাব ধ্বংসাত্মক এবং মূল্যহীন: রাশিয়া

ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ম্যাগাজিনের সাথে এক সাক্ষাৎকারে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক ইস্যুতে দেশটির বিরুদ্ধে আনীত প্রস্তাব ধ্বংসাত্মক এবং মূল্যহীন। রিয়াবকভ আরো বলেন, তেহরান সবসময় কূটনীতিতে বিশ্বাস করে এবং বিষয়টি নিয়ে এখনও কূটনৈতিক পথেই সমাধানের চেষ্টা করছে।

এ অঞ্চলে প্রতিরোধ বজায় রাখা একটি কৌশলগত প্রয়োজনীয়তা: লেবানিজ মিডিয়া

লেবাননের সংবাদপত্র আল-বিনা একটি নোটে লিখেছে, ইহুদিবাদী শাসনের সহিংসতা এবং চরমপন্থার তীব্র আকার ধারণ করেছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই কাজে পূর্ণ সমর্থন দিচ্ছে। ফলে এই অঞ্চলে যেকোনো রাজনৈতিক সমাধানকে বাধাগ্রস্ত করছে। এই পরিস্থিতিতে, প্রতিরোধ বজায় রাখা একটি অনিবার্য কৌশলগত বিষয় এবং এবং জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজন।

ইইউ কমিশনার: গাজায় মানবিক সাহায্যের রাজনীতিকরণ করা উচিত নয়

ব্রাসেলেসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইইউর সমতা ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাজ্জা লাহাবিব সতর্ক করে বলেন, গাজায় প্রদত্ত সাহায্যের রাজনীতিকরণ এবং সামরিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর বিরুদ্ধে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, গাজা নিয়ে চলছে রাজনীতি। দখলদাররা গাজা উপত্যকায় অসহায় মানুষের জন্য  খুব কম পরিমাণে সাহায্য প্রবেশের অনুমতি দিয়েছে।#

পার্সটুডে/জিএআর/২৩