গণহত্যা শেষ হয়নি, গাজা থেকে দৃষ্টি সরাবেন না: স্প্যানিশ অভিনেত্রী
https://parstoday.ir/bn/news/world-i154424-গণহত্যা_শেষ_হয়নি_গাজা_থেকে_দৃষ্টি_সরাবেন_না_স্প্যানিশ_অভিনেত্রী
পার্সটুডে: স্প্যানিশ অভিনেত্রী আদ্রিয়ানা উগার্তে জোর দিয়ে বলেছেন, গাজায় গণহত্যা এখনো শেষ হয়নি। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিন ইস্যুর প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ২৬, ২০২৫ ১৪:৪৭ Asia/Dhaka
  •  আদ্রিয়ানা উগার্তে
    আদ্রিয়ানা উগার্তে

পার্সটুডে: স্প্যানিশ অভিনেত্রী আদ্রিয়ানা উগার্তে জোর দিয়ে বলেছেন, গাজায় গণহত্যা এখনো শেষ হয়নি। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিন ইস্যুর প্রতি মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

স্প্যানিশ অভিনেত্রী আদ্রিয়ানা উগার্তে আলমেরিয়া চলচ্চিত্র উৎসবে পুরস্কার গ্রহণের সময় দেওয়া ভাষণে গাজায় চলমান সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, যুদ্ধবিরতি অসম্পূর্ণ এবং ত্রাণ পথগুলো এখনো পুরোপুরি চালু হয়নি।

মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, এই স্প্যানিশ অভিনেত্রী ইসরায়েলের চলমান গণহত্যার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধবিরতি সংক্রান্ত প্রতিবেদনগুলোর দ্বারা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

তিনি গণমাধ্যমের সমালোচনা করে বলেন, তারা এই যুদ্ধের অসম্পূর্ণ চিত্র তুলে ধরছে। আদ্রিয়ানা উগার্তে জানান, এখনো কোনো পূর্ণাঙ্গ মানবিক করিডর চালু হয়নি, যার মাধ্যমে ওষুধ, খাবার ও পানিসহ অত্যাবশ্যকীয় সাহায্য যুদ্ধকবলিত এলাকার বেসামরিক নাগরিকদের কাছে পৌঁছানো যায়।

তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক এবং অস্ত্র সংক্রান্ত সম্পর্ক এখনো অব্যাহত আছে। এটি প্রমাণ করে যে, যেসব বৃহত্তর ব্যবস্থা সহিংসতাকে সম্ভব করে তুলছে, সেগুলো এখনো অক্ষত আছে।

যেসব অঞ্চলে বেসামরিক নাগরিকরা এখনও গণহত্যার কারণে ভুগছে তার কথা উল্লেখ করে তিনি বলেন, "ফিলিস্তিনের দিক থেকে দৃষ্টি সরাবেন না, সুদানকেও ভুলে যাবেন না।”

পার্সটুডে/এমএআর/২৬