পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে উত্তেজনা থামছেই না; 'গোলাগুলিতে আবারও হতাহত'
https://parstoday.ir/bn/news/world-i154798-পাকিস্তান_আফগানিস্তানের_মধ্যে_উত্তেজনা_থামছেই_না_'গোলাগুলিতে_আবারও_হতাহত'
পার্সটুডে- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে দশটা থেকে দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ হয়েছে এবং দুই ঘণ্টা ধরে সংঘর্ষ অব্যাহত ছিল। গোলাগুলির ঘটনায় চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আফগানিস্তানের এক কর্মকর্তা আজ (শনিবার) এ তথ্য দিয়েছেন।
(last modified 2025-12-06T15:01:00+00:00 )
ডিসেম্বর ০৬, ২০২৫ ১৯:৪৫ Asia/Dhaka
  • পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ
    পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ

পার্সটুডে- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে দশটা থেকে দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ হয়েছে এবং দুই ঘণ্টা ধরে সংঘর্ষ অব্যাহত ছিল। গোলাগুলির ঘটনায় চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আফগানিস্তানের এক কর্মকর্তা আজ (শনিবার) এ তথ্য দিয়েছেন।

গত অক্টোবরে দুই দেশের সীমান্ত এলাকায় প্রাণঘাতী সংঘর্ষ হয়েছিল। এবার অস্ত্রবিরতি চলার মধ্যে নতুন করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটল।

পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশই একে অপরের বিরুদ্ধে চামান ও স্পিন বোলডাক সীমান্তে বিনা উসকানিতে হামলার অভিযোগ এনেছে। যদিও অক্টোবরের সংঘর্ষের পর দুই দেশই একটি অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছেছিল।

গতকাল শুক্রবার গভীর রাতে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘দুঃখজনকভাবে আজ রাতেই কান্দাহারের স্পিন বোলডাক অঞ্চলে আফগানিস্তানের ওপর হামলা শুরু করে পাকিস্তান। এতে ইসলামিক আমিরাতের (আফগানিস্তান) বাহিনী জবাব দিতে বাধ্য হয়।’

তবে পাকিস্তান বলেছে, আফগানিস্তানই প্রথমে গুলি চালিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জায়েদি এক্স পোস্টে লিখেছেন, ‘অল্প কিছুক্ষণ আগে আফগান তালেবান প্রশাসন সীমান্তে বিনা উসকানিতে গুলি চালিয়েছে।’ জায়েদির দাবি, তাদের বাহিনী তাৎক্ষণিকভাবে সমুচিত জবাব দিয়েছে।

কাবুল ও ইসলামাবাদের সম্পর্ক ২০২১ সালে তালেবানের প্রত্যাবর্তনের পর থেকে অবনতির দিকে চলে গেছে এবং পাকিস্তান একাধিকবার আফগানিস্তানকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে বিশেষ করে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-কে আশ্রয় দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।