ইকুয়েডরের দূতাবাসে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করবে সুইডেন
-
লন্ডনের ইকুয়েডর দূতাবাসের বারান্দায় দাঁড়িয়ে সাংবাদিকদের উদ্দেশ করে কথা বলছেন অ্যাসাঞ্জ
লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় গ্রহণকারী অনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়াস অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করার জন্য সুইডেনকে অনুমতি দেয়া হবে। ইকুয়েডরের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ইকুয়েডর ও সুইডেনের মধ্যে ফৌজদারি বিষয়ে আইনি সহায়তা সংক্রান্ত চুক্তির ভিত্তিতে এ অনুমতি দেয়া হয়।
জুলিয়ান অ্যাসাঞ্জ ২০১২ সালে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় দেন। তিনি আমেরিকাসহ বিশ্বের অনেক দেশের স্পর্শকাতর নথি উইকিলিক্সে ফাঁস করে দেন। মার্কিন কূটনৈতিক বার্তা এবং গোপন সামরিক তথ্য প্রকাশের দায়ে ওয়াশিংটন অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে। আর এ পরিপ্রেক্ষিতে অ্যাসাঞ্জ আশঙ্কা করছেন, সুইডেনে ফেরত পাঠানো হলে তাকে আমেরিকার হাতে তুলে দেয়া হবে। সুইডেনে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে।
অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ল্যাতিন আমেরিকার সাম্রাজ্যবাদ-বিরোধী দেশ ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া বলেছিলেন, অ্যাসাঞ্জ কোনো পলাতক আসামি নন; মানবিক কারণে তাকে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/১১