ওবামা-হিলারি দায়েশের সবচেয়ে দামী খেলোয়াড় ও প্রতিষ্ঠাতা: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i17152-ওবামা_হিলারি_দায়েশের_সবচেয়ে_দামী_খেলোয়াড়_ও_প্রতিষ্ঠাতা_ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ওবামা ও তার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে 'দায়েশের প্রতিষ্ঠাতা' ও 'দায়েশের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়' বলে অভিহিত করেছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
আগস্ট ১৩, ২০১৬ ২১:১৭ Asia/Dhaka
  • মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ওবামা ও তার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে 'দায়েশের প্রতিষ্ঠাতা' ও 'দায়েশের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়' বলে অভিহিত করেছেন।

তার ওই বক্তব্যের পর এই মন্তব্য থেকে পিছু হটে আবারও তার সেটাকে বাস্তব বলে ইঙ্গিত করেছেন। তিনি শুক্রবার এক টুইটার বার্তায় বলেছেন, প্রেসিডেন্ট ওবামা ও তার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে 'দায়েশের প্রতিষ্ঠাতা' ও 'দায়েশের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়' বলে যে মন্তব্য করেছিলাম তা ঠাট্টা-মশকরা মাত্র। অবশ্য বিকেলেই পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেছেন, ওবামা ও হিলারি সম্পর্কে করা তার ওই মন্তব্যগুলো খুব একটা ঠাট্টাও নয়।

তিনি 'দায়েশের প্রতিষ্ঠাতা' ও 'দায়েশের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়' সংক্রান্ত মন্তব্যগুলো করেছিলেন বৃহস্পতিবার। এদিন তিনি তাদেরকে 'আইএসআইএস'-এর (দায়েশের দ্বিতীয় দফার পরিবর্তিত নাম, প্রথমে এর নাম ছিল আইএসআইএল) প্রতিষ্ঠাতা বলেও মন্তব্য করেন। ওবামা সরকার 'আইএসআইএস'-এর হাত থেকে মার্কিন নাগরিকদের সুরক্ষা দিচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন। ট্রাম্প বলেছিলেন, ওবামা 'দায়েশের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়' হিসেবে বিশেষ পদক বা পুরস্কার পেতে পারেন। আর এক্ষেত্রে হিলারিই হচ্ছে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী।

এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসআইএল প্রতিষ্ঠা করেছেন।  

সম্প্রতি (গত বুধবার) ফ্লোরিডায় সমর্থকদের এক শোভাযাত্রায় ট্রাম্প বলেছেন, দায়েশ ওবামাকে শ্রদ্ধা করছে। ট্রাম্প বলেছেন, ‘তিনি (ওবামা) হচ্ছেন আইএসআইএল-এর প্রতিষ্ঠাতা। আর আমি বলব ধোঁকাবাজ হিলারি ক্লিনটন হচ্ছেন সহ-প্রতিষ্ঠাতা।’ 
ওবামা ইরাক থেকে মার্কিন সেনা ফিরিয়ে নেয়ার কারণে ইরাকে যে শূন্যতা সৃষ্টি হয়েছে সন্ত্রাসী দায়েশ তারই সুযোগ নিয়েছে বলে তিনি মন্তব্য করেন। 
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নানা ভুল পদক্ষেপ নিয়ে গোটা মধ্যপ্রাচ্যেই তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে মার্কিন সরকার।
ট্রাম্পের সহযোগী তথা মার্কিন ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্সও গত সপ্তায় একই সুরে অভিযোগ তুলে বলেছেন, ওবামা ও ক্লিনটনের নানা নীতির কারণেই দায়েশের উত্থান ঘটেছে।     
দায়েশের সন্ত্রাসীদের অনেকেই ২০১২ সালে জর্দানে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রশিক্ষণ পেয়েছিল। ইহুদিবাদী ইসরাইলের ঘোর শত্রু হিসেবে বিবেচিত  সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে উৎখাতের জন্যই তাদের প্রশিক্ষণ দিয়েছিল সিআইএ। দায়েশ এখনও ইরাক ও সিরিয়ার কিছু অঞ্চল দখল করে রেখেছে।
দায়েশ শিয়া-সুন্নি, আরব ও কুর্দিসহ মুসলমান এবং অমুসলমান নির্বিশেষে সব সম্প্রদায়ের লোকদের ওপর গণহত্যা চালিয়েছে। জিহাদের নামে গলা-কেটে হত্যা করা, আগুনে পুড়িয়ে মারা, যৌন নির্যাতন ও শিশু হত্যার মত নানা পাশবিক নৃশংসতার জন্য বিশ্বব্যাপী কুখ্যাতি অর্জন করেছে দায়েশ।  #  

পার্সটুডে/মু.আ.হুসাইন/১৩