ইরানি ভারোত্তলনকারীকে অভিনন্দন জানাল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i17185-ইরানি_ভারোত্তলনকারীকে_অভিনন্দন_জানাল_আমেরিকা
রিও অলিম্পিকে ভারোত্তলন বিভাগে স্বর্ণ-বিজয়ী ইরানের কিয়ানুশ রোস্তামিকে অভিনন্দন জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। চলতি অলিম্পিক গেমসের ভারোত্তলন বিভাগের ৮৫ কেজি ক্যাটাগরিতে কিয়ানুশ স্বর্ণপদক লাভ করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৪, ২০১৬ ১২:৫১ Asia/Dhaka
  •  কিয়ানুশ রোস্তামি
    কিয়ানুশ রোস্তামি

রিও অলিম্পিকে ভারোত্তলন বিভাগে স্বর্ণ-বিজয়ী ইরানের কিয়ানুশ রোস্তামিকে অভিনন্দন জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। চলতি অলিম্পিক গেমসের ভারোত্তলন বিভাগের ৮৫ কেজি ক্যাটাগরিতে কিয়ানুশ স্বর্ণপদক লাভ করেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফার্সি সেকশনের ফেইসবুক পেইজে কিয়ানুশের ছবি আপলোড করা হয়েছে এবং সেখানে তাকে অভিননন্দন জানানো হয়। ২৫ বছর বয়সী ইরানি এ খেলোয়াড়ের জন্য ভবিষ্যতে আরো সাফল্য কামনা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।  

কিয়ানুশের স্বর্ণপদক লাভের মধ্যদিয়ে ইরান এবারের অলিম্পিক আসরে পদকপ্রাপ্তির পথে যাত্রা শুরু করে। তিনি সর্বমোট ৩৯৬ কেজি ভারোত্তলন করে বিশ্বরেকর্ড গড়েছেন। তার এ বিজয়ের মধ্যদিয়ে ইরান অলিম্পিক আসরে ভারোত্তলন বিভাগে ছয়টি স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করল।

কিয়ানুশ রোস্তামি ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ভারোত্তলন বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। এরপর থেকে এ পর্যন্ত তিনি তার সাফল্যের বিজয়গাঁথা অব্যাহত রেখেছেন।

এবারের অলিম্পিক আসরের ১৪টি বিভাগে প্রতিযোগিতার জন্য ইরান ৬৪ জন অ্যাথলেট পাঠিয়েছে। এসব অ্যাথলেট বক্সিং, পিংপং, শ্যুটিং, আর্চারি, নৌকাবাইচ, ভারোত্তলন, ট্রাক অ্যান্ড ফিল্ড, তায়েকোন্দো, জুডো, ফেন্সিং, ভলিবল, কুস্তি, সাঁতার ও সাইক্লিংয়ে অংশ নেবেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪