নিরাপত্তা ইস্যুতে মরক্কোর দুই নাগরিককে বের করে দিয়েছে ফ্রান্স
https://parstoday.ir/bn/news/world-i18346-নিরাপত্তা_ইস্যুতে_মরক্কোর_দুই_নাগরিককে_বের_করে_দিয়েছে_ফ্রান্স
ফ্রান্স থেকে মরক্কোর দুই নাগরিককে বহিষ্কার করা হয়েছে। ফ্রান্সের মাটিতে অবস্থান করলে তারা দেশটির নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে- এ অজুহাতে প্যারিস কর্তৃপক্ষ তাদের বের করে দেয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৭, ২০১৬ ১৯:৪১ Asia/Dhaka
  • নিরাপত্তা ইস্যুতে মরক্কোর  দুই নাগরিককে বের করে দিয়েছে ফ্রান্স

ফ্রান্স থেকে মরক্কোর দুই নাগরিককে বহিষ্কার করা হয়েছে। ফ্রান্সের মাটিতে অবস্থান করলে তারা দেশটির নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে- এ অজুহাতে প্যারিস কর্তৃপক্ষ তাদের বের করে দেয়।

ফ্রান্সে গত কয়েক মাস ধরে ধারাবাহিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে দেশটির কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিল।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, উগ্র জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বহিষ্কৃত মরক্কোর নাগরিকদের জড়িত থাকার প্রমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না।

ফ্রান্সে কয়েক দফা বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে গত বছরের জানুয়ারি থেকে দেশটিতে জরুরি অবস্থা চলছে। ধারাবাহিক ওইসব হামলায় ২৩৫ জনের বেশি ব্যক্তি নিহত হয়। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এসব হামলার দায় স্বীকার করেছে।

ফ্রান্সেরওইসব সন্ত্রাসী হামলায় জড়িত ব্যক্তিরা আলজেরিয়া, মরক্কো এবং তিউনিশিয়ার নাগরিক বলে কর্মকর্তারা জানিয়েছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/২৭