রৌসেফের বিদায়; ব্রাজিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ভেনিজুয়েলা ও ইকুয়েডর
https://parstoday.ir/bn/news/world-i18862-রৌসেফের_বিদায়_ব্রাজিলের_সঙ্গে_সম্পর্ক_ছিন্ন_করল_ভেনিজুয়েলা_ও_ইকুয়েডর
দুর্নীতির অভিযোগে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে শেষ পর্যন্ত ইমপিচ করা হয়েছে। তার জায়গায় নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মিশেল তেমের। তিনি ২০১৯ সালের জানুয়ারি মাস পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময় পর্যন্ত রৌসেফের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০১৬ ১৬:২৯ Asia/Dhaka
  • দিলমা রৌসেফ
    দিলমা রৌসেফ

দুর্নীতির অভিযোগে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে শেষ পর্যন্ত ইমপিচ করা হয়েছে। তার জায়গায় নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মিশেল তেমের। তিনি ২০১৯ সালের জানুয়ারি মাস পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময় পর্যন্ত রৌসেফের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল।

শপথ নেয়ার পর মন্ত্রিসভায় দেয়া বক্তৃতায় তেমের বলেছেন, “আজ থেকে আমরা দু বছর চার মাসের জন্য নতুন একটি অধ্যায়ের সূচনা করলাম।” তিনি জোর দিয়ে বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য ব্রাজিলে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। এদিকে, ক্ষমতাচ্যুত করার প্রক্রিয়াকে দিলমা রৌসেফ ‘সংসদীয় ক্যু’ বলে অভিহিত করেছেন। তার বিরুদ্ধে আনা দুর্নীতির সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেন।

অন্যদিকে, দিলমা রৌসেফকে ইমপিচ করায় ক্ষুব্ধ হয়ে লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা ও ইকুয়েডর ব্রাজিলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। ভেনিজুয়েলাও রৌসেফের ইমপিচ করাকে সংসদীয় ক্যু বলে আখ্যা দিয়ে স্থায়ীভাবে ব্রাজিল থেকে রাষ্ট্রদূত ফেরত নিয়েছে। রৌসেফকে ইমপিচ করায় ব্রাজিল সিনেটের নিন্দা জানিয়ে একই পদক্ষেপ নিয়েছে ইকুয়েডর।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১