সৌদি-বিরোধী বিলে ভেটো দেবেন ওবামা
-
জোশ আর্নেস্ট
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার শিকার ব্যক্তিদের পরিবারকে সৌদি আরবের বিরুদ্ধে মামলার সুযোগ দিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে পাস করা বিলে ভেটো দেবেন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্ট গতকাল (সোমবার) একথা জানিয়েছেন।
তিনি জানান, “প্রেসিডেন্ট এ বিলে ভেটো দেয়ার পরিকল্পনা করেছেন। প্রেসিডেন্টের সামনে এ বিল উপস্থাপন করা হলে তিনি তাতে ভেটো দেবেন বলে আমি ধারণা করছি। তবে এখনো এ বিল তার সামনে উপস্থাপন করা হয় নি।”
আমেরিকার ক্ষমতাসীন ডেমোক্র্যাট ও বিরোধী রিপাবলিকান দলের নেতাদের সঙ্গে ওবামার বৈঠকে বসার কথা রয়েছে। তার মাত্র কয়েক ঘণ্টা আগে জোশ আর্নেস্ট এসব কথা বললেন।
মার্কিন কংগ্রেসে বিলটি পাস হলেও প্রেসিডেন্ট বারাক ওবামা এর বিরোধিতা করছেন। তিনি বলেছেন, এ বিলের সুযোগ নিয়ে বিদেশিরা আমেরিকার বিরুদ্ধে মামলা করতে পারে। বিলটি পাস হওয়ায় ওবামা দু দলেরই চাপের মুখে রয়েছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩