‘গেরিলারা’ সিরিয়ায় দীর্ঘদিন অবস্থান ধরে রাখতে পারবে না: ওবামা
-
বারাক ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার ভাষায় বলেছেন, সিরিয়া সরকারের বিরুদ্ধে লড়াইরত মধ্যপন্থি গেরিলারা দীর্ঘদিন তাদের অবস্থান ধরে রাখতে পারবে না। পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা পরিষদ বা অ্যাপেকের শীর্ষ সম্মেলনে দেয়া বক্তৃতায় এ কথা বলেন তিনি।
ওবামা ধারণা ব্যক্ত করেন, সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হবে ইরান ও রুশ সমর্থিত সিরিয় বাহিনী। ওবামা তার ভাষায় বলেন, “যখন সিরিয়ার বিমান হামলার প্রতি ইরান ও রাশিয়া সমর্থন দিতে শুরু করেছে তখন প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রতিশ্রুতিশীল গেরিলাদের পক্ষেও তাদের অবস্থান ধরে রাখা কঠিন হবে।” সম্মেলনে দেয়া বক্তৃতায় ওবামা আরো বলেন, তিনি সিরিয়ার বিষয়ে আশাবাদী নন এবং শিগগিরি চলমান সমস্যার সমাধান হবে বলেও তিনি মনে করেন না।
এর আগে সম্মেলনের শুরুতে ওবামা সিরিয়া ও ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য বৈঠক করেন। পরে তিনি লিমায় এক সংবাদ সম্মেলনে বলেন, পুতিনের সঙ্গে বৈঠকে তিনি সিরিয়ায় রক্তপাতের বিষয়ে আমেরিকার উদ্বেগের কথা জানিয়েছেন। একইসঙ্গে তিনি পুতিনকে সিরিয়ায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার কথা বলেছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১