রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানালেন ট্রাম্পের উপদেষ্টা
https://parstoday.ir/bn/news/world-i29641-রাশিয়ার_বিরুদ্ধে_অর্থনৈতিক_নিষেধাজ্ঞা_আরোপের_নিন্দা_জানালেন_ট্রাম্পের_উপদেষ্টা
মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা কেলিঅ্যান কোনওয়ে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কঠোর নিন্দা করেছেন। বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা এ নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ৩১, ২০১৬ ০১:০৫ Asia/Dhaka
  • রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানালেন ট্রাম্পের উপদেষ্টা

মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা কেলিঅ্যান কোনওয়ে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কঠোর নিন্দা করেছেন। বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা এ নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

বৃহস্পতিবার রাশিয়ার বিরুদ্ধে ধারাবাহিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত ঘোষণার পাশাপাশি রুশ ৩৫ কূটনীতিককে আমেরিকা থেকে বহিষ্কারেরও ঘোষণা দেন ওবামা। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাইবার হামলার চালানোর কথিত অভিযোগ এনে এ পদক্ষেপ নেয়া হয়।

মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে কোনওয়ে বলেন, শীতল যুদ্ধ যখন তুঙ্গে ছিলো তখনো আমেরিকা থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের এতোগুলো কূটনীতিবিদকে একযোগে বের করে দেয়া হয় নি। এ ছাড়া, রাশিয়ার ওপর ওবামার চাপিয়ে দেয়া নিষেধাজ্ঞাকে ‘নজিরবিহীন’ হিসেবেও অভিহিত করেন তিনি।

আগামী বছরের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প। ট্রাম্পকে কোণঠাসা করার লক্ষ্যেই ওবামা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা ব্যক্ত করেন তিনি। 

এ ছাড়া, তিনি বলেন, সত্যি এটা দুর্ভাগ্যজনক হবে যদি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যকে সামনে রেখে এমন সিদ্ধান্ত গ্রহণ হয়। কিন্তু প্রকৃতপক্ষে তাই হয়েছে বলেই ট্রাম্পের পক্ষের লোকেরা ভাবছেন বলেও অকপটে জানান তিনি। 

ট্রাম্পের নির্বাচনী প্রচারণা চলাকালে ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন কোনওয়ে। গত সপ্তাহে তাকে ভবিষ্যৎ মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৩০