চলতি বছরে বিশ্বে রুশ নৌবাহিনীর উপস্থিতি বজায় রাখবে নর্দার্ন ফ্লিট
https://parstoday.ir/bn/news/world-i29863-চলতি_বছরে_বিশ্বে_রুশ_নৌবাহিনীর_উপস্থিতি_বজায়_রাখবে_নর্দার্ন_ফ্লিট
রাশিয়ার নর্দার্ন ফ্লিট চলতি বছর বিশ্বে রুশ নৌবাহিনীর উপস্থিতি বজায় রাখবে। নর্দার্ন ফ্লিটের প্রেস সার্ভিসের প্রধান ভাদিম সের্গেই আজ(সোমবার) এ কথা জানিয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ০২, ২০১৭ ১৪:৪৭ Asia/Dhaka
  • চলতি বছরে বিশ্বে রুশ নৌবাহিনীর উপস্থিতি বজায় রাখবে নর্দার্ন ফ্লিট

রাশিয়ার নর্দার্ন ফ্লিট চলতি বছর বিশ্বে রুশ নৌবাহিনীর উপস্থিতি বজায় রাখবে। নর্দার্ন ফ্লিটের প্রেস সার্ভিসের প্রধান ভাদিম সের্গেই আজ(সোমবার) এ কথা জানিয়েছেন।

গত বছর রুশ নৌবাহিনীর রণতরী এবং ডুবোহাজাজ, সরবরাহ জাহাজ নিয়ে গঠিত নৌবহর বিশ্বব্যাপী ৩০টির বেশি দীর্ঘপাল্লার অভিযান পরিচালনা করেছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, চলতি বছরে বিশ্বের মহাসাগরগুলোতে রুশ উপস্থিতি সক্রিয় এবং পরিকল্পনামাফিক বজায় রাখবে নর্দার্ন ফ্লিট। রুশ নর্দার্ন ফ্লিট কমান্ডার ভাইস অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমনোভের বরাত দিয়ে এ ঘোষণা দেন তিনি।

নর্দার্ন ফ্লিটে রুশ বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজেনেতসোভসহ যুদ্ধোপযোগী নৌবহরের গ্রুপ রয়েছে। বর্তমানে এটি পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগরে অবস্থান করছে। এ বহরে যুদ্ধজাহাজ পিয়োতর ভেলিকিয়ে এবং ডুবোহাজাজ বিধ্বংসী রণতরী সেভারোমোর্স্ক রয়েছে।

এ বহরের অনেক নৌসেনাই আর্কটিক সাগর এবং ভূমধ্যসাগরে অভিযান চালানোর মধ্য দিয়ে দীর্ঘপাল্লার সাগর যাত্রার প্রস্তুতি নিয়েছে বলেও জানানো হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২