আকস্মিকভাবে মারা গেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/world-i33278-আকস্মিকভাবে_মারা_গেছেন_জাতিসংঘে_নিযুক্ত_রাশিয়ার_রাষ্ট্রদূত
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন ‘আকস্মিকভাবে’ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। ৬৫তম জন্মদিনের ঠিক একদিন আগে তিনি নিউ ইয়র্কে মারা গেলেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ০০:১৭ Asia/Dhaka
  • ভিতালি চুরকিন
    ভিতালি চুরকিন

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন ‘আকস্মিকভাবে’ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। ৬৫তম জন্মদিনের ঠিক একদিন আগে তিনি নিউ ইয়র্কে মারা গেলেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছেন। মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলেছে, “কর্মরত অবস্থায় রাশিয়ার একজন খ্যাতিমান কূটনীতিক মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে আমরা আন্তরিকভাবে পরিবারের প্রতি শোক প্রকাশ করছি।”

২০০৬ সালের পহেলা মে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে ভিতালি চুরকিন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত ‘অ্যাম্বাসাডর অ্যাট লার্জ’ ছিলেন।

তার আগে ১৯৯৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত কানাডায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি বেলজিয়ামে রাষ্ট্রদূত এবং ন্যাটো জোট ও পশ্চিম ইউরোপে রাশিয়ার লিয়াঁজো রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। এর পাশাপাশি চুরকিন ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী এবং ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত সাবেক যুগোস্লাভিয়া বিষয়ক আলোচনায় রুশ প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০