দুতের্তেকে ফোন করে কি বলেছিলেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i38620-দুতের্তেকে_ফোন_করে_কি_বলেছিলেন_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের সঙ্গে এক টেলিফোনালাপে বারবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু হামলার সম্ভাবনার কথা তুলে ধরেছেন। সেইসঙ্গে তিনি দুতের্তেকে এ ব্যাপারে চীনের সঙ্গে কথা বলার অনুরোধ জানিয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ২৫, ২০১৭ ০৭:২১ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প- রদ্রিগো দুতের্তে
    ডোনাল্ড ট্রাম্প- রদ্রিগো দুতের্তে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের সঙ্গে এক টেলিফোনালাপে বারবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু হামলার সম্ভাবনার কথা তুলে ধরেছেন। সেইসঙ্গে তিনি দুতের্তেকে এ ব্যাপারে চীনের সঙ্গে কথা বলার অনুরোধ জানিয়েছেন।

ফিলিপাইনের বার্তা সংস্থা র‍্যাপলারের বরাত দিয়ে অনলাইন বার্তা সংস্থা ‘দি ইন্টারসেপ্ট’ গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত ওই ফোনালাপের পূর্ণ কথোপকথন প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প গর্ব করে উত্তর কোরিয়ার কাছাকাছি পানিসীমায় দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিনের উপস্থিতির কথা বলছেন।  অথচ ওই একই সময়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই দুই সাবমেরিনের অবস্থান গোপন রাখে।

টেলিফোনালাপে বারবার ওই দুই সাবমেরিনের কথা স্মরণ করিয়ে ট্রাম্প দুতের্তেকে বলেন, ওয়াশিংটন এগুলোকে ব্যবহার করতে না চাইলেও উত্তর কোরিয় নেতার 'উন্মত্ত' আচরণ তা করতে বাধ্য করতে পারে।

ফোনালাপে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে ‘উন্মাদ’ বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বারবার সম্ভাব্য পরমাণু হামলার কথা উল্লেখ করে আশা প্রকাশ করে বলেন, চীন এ সংকটের সমাধান করতে পারে। তিনি দুতের্তেকে বলেন, ‘দয়া করে চীনকে বলুন উত্তর কোরিয়ার লাগাম টেনে ধরতে।’

উত্তর কোরিয়া সম্প্রতি একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ওই পরীক্ষার নিন্দা করে। এ ছাড়া, পিয়ংইয়ংকে ভয় দেখানোর জন্য গতমাসে পশ্চিম প্রশান্ত মহাসাগরে কোরিয় উপদ্বীপের কাছে একটি নৌ স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছিল আমেরিকা।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫