সিরিয়ার রাকায় আবারো মার্কিন বিমান হামলা: ৪৩ বেসামরিক ব্যক্তি নিহত
সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে নতুন করে মার্কিন বিমান হামলায় অন্তত ৪৩ ব্যক্তি নিহত হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছেন, মার্কিন জঙ্গিবিমান রাকার জোমেলি এলাকায় বোমা বর্ষণ করলে এসব ব্যক্তি মারা যায়। নিহতদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে।
এদিকে, ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, কেবল গত ২৩ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত এক মাসে মার্কিন বিমান হামলায় ২২৫ জন বেসামরিক ব্যক্তি মারা গেছে। অন্যদিকে, মার্কিন মদদপুষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ গতকাল (শুক্রবার) রাকা শহরের পশ্চিমে অবস্থিত আল-মানসুরা এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে বলে খবর পাওয়া গেছে।
দামেস্ক বা জাতিসংঘের অনুমতির তোয়াক্কা না করে ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ায় তাকফিরি দায়েশের অবস্থানে বিমান হামলার নামে সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে। তবে এসব হামলায় দায়েশের অবস্থান দুর্বল হয় নি বরং বেশিরভাগ ক্ষেত্রে বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৩