ট্রাম্পের সঙ্গে আবার বসতে চাই: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i42122-ট্রাম্পের_সঙ্গে_আবার_বসতে_চাই_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মার্কিন সমকক্ষ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আবার বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি জার্মানির হামবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে প্রথমবারের মতো দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের পর এ আশা ব্যক্ত করলেন পুতিন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুলাই ১৫, ২০১৭ ০৫:৫৫ Asia/Dhaka
  • ট্রাম্পের সঙ্গে আবার বসতে চাই: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মার্কিন সমকক্ষ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আবার বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি জার্মানির হামবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে প্রথমবারের মতো দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের পর এ আশা ব্যক্ত করলেন পুতিন।

তিনি রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের একদল খনি শ্রমিকের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাতের কথা উল্লেখ করেন। পুতিন আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এ ধরনের আরো সংলাপ অনুষ্ঠিত হবে। রুশ প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের সঙ্গে কথা বলে স্বাচ্ছন্দ্য পাওয়া যায়, কারণ, কোনো বিষয় তার অপছন্দ হলে তিনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানান এবং কারণ জানতে চান।

এর আগে হামবুর্গের দ্বিপক্ষীয় বৈঠকের পরপরই প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, ট্রাম্পের সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়ে গেছে। তিনি আরো বলেছিলেন, "টিভিতে দেখা ট্রাম্পের সঙ্গে বাস্তবের ট্রাম্পের অনেক তফাৎ রয়েছে।"

৭ জুলাইর বৈঠকে পুতিন ও ট্রাম্পের করমর্দন

গত ৭ জুলাই অনুষ্ঠিত ওই বৈঠকে দুই প্রেসিডেন্ট সিরিয়া ও ইউক্রেন সংকট, সাইবার নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী যুদ্ধসহ নানা দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেন। তাদের বৈঠক নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি দীর্ঘায়িত হয়।

গত বছরের নভেম্বরে আমেরিকায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করে ডোনাল্ড ট্রাম্পকে জিতিয়ে দিয়েছে বলে মার্কিন ডেমোক্র্যাট দল অভিযোগ করেছে। এ অভিযোগের বিষয়ে একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থা ও কংগ্রেসের একটি কমিটি বর্তমানে তদন্ত চালাচ্ছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫