নতুন সম্পর্ক না হলে সব লণ্ডভণ্ড হয়ে যাবে: আমেরিকাকে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i43110-নতুন_সম্পর্ক_না_হলে_সব_লণ্ডভণ্ড_হয়ে_যাবে_আমেরিকাকে_রাশিয়া
রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, তার দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক নতুন করে শুরু হওয়া দরকার; অন্যথায় সবকিছু ছিন্নভিন্ন হয়ে যাবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ৩০, ২০১৭ ১২:১৩ Asia/Dhaka
  • রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
    রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, তার দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক নতুন করে শুরু হওয়া দরকার; অন্যথায় সবকিছু ছিন্নভিন্ন হয়ে যাবে।

এবিসি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে রিয়াবকভ এ কথা বলেন। তার এই সাক্ষাৎকার গতকাল (শনিবার) সম্প্রচার হয়। রাশিয়ায় নিযুক্ত মার্কিন কূটনীতিক কমানো ও দূতাবাসের গুদাম ব্যবহার বন্ধের বিষয়ে মস্কো নতুন ঘোষণা দেয়ার পরই রিয়াবকভের সাক্ষাৎকার নেয়া হয়েছে।

রুশ মন্ত্রী বলেন, কূটনীতিক বহিষ্কারের বিষয়টি দীর্ঘদিন ধরে অপেক্ষমান ছিল; মস্কোর ওপর মার্কিন নতুন নিষেধাজ্ঞা আরোপের পর পাল্টা ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর করা হলো। তিনি বলেন, সর্বশেষ ব্যবস্থা হিসেবে তার দেশ এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এবং মার্কিন কংগ্রেস নতুন যে নিষেধাজ্ঞা বিল পাস করেছে তা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। রিয়াবকভ বলেন, “আসলে এ ধরনের পাল্টাপাল্টি ব্যবস্থা নেয়া থেকে দু দেশকেই বিরত থাকতে হবে এবং সম্পর্কের নতুন মাত্রা যোগ করতে হবে।”

গত বৃহস্পতিবার মার্কিন সিনেট সর্বসম্মতভাবে ইরান, রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার বিল পাস করে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০