পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক নতুন চুক্তি সই করল ৫০ দেশ
বিশ্বের প্রায় ৫০টি দেশ পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক এক নতুন চুক্তি স্বাক্ষর করেছে।
কোরিয় উপদ্বীপে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বুধবার নিউইয়র্কে জাতিসংঘের দপ্তরে এই নতুন চুক্তি স্বাক্ষর করা হয়। স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে ব্রাজিল ছিল শীর্ষে। চুক্তিটি স্বাক্ষরের পর ৯০ দিনের মধ্যেই তা বাস্তবায়ন করার কথা রয়েছে।
গত জুলাই মাসে ইসলামী প্রজাতন্ত্র ইরানসহ বিশ্বের ১২২টি দেশের অংশগ্রহণে জাতিসংঘে এই চুক্তি বা ইশতেহার অনুমোদন করা হয়েছিল।
বিশ্বে পরমাণু বোমার অধিকারী নয়টি দেশের কেউই এ চুক্তিতে শরিক হয়নি। ব্রিটেন, ফ্রান্স ও মার্কিন সরকার এই চুক্তিতে শরিক হতে আগ্রহী নয় বলে এরই মধ্যে জানিয়ে দিয়েছে।
ন্যাটো জোটও বলেছে এই চুক্তিতে পরমাণু বোমার অধিকারী কোনো দেশ না থাকায় তা পরমাণু অস্ত্র-মজুদ কমাতে সহায়তা করবে না।
পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বাস্তবায়ন করতে পরমাণু বোমার অধিকারী দেশগুলোর ওপর রাজনৈতিক চাপ জোরদার করাই এই নতুন চুক্তির উদ্দেশ্য বলে জানানো হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/২১