আমেরিকা ছাড়াই পরমাণু সমঝোতা অব্যাহত থাকবে: অস্ট্রিয়া
https://parstoday.ir/bn/news/world-i47269-আমেরিকা_ছাড়াই_পরমাণু_সমঝোতা_অব্যাহত_থাকবে_অস্ট্রিয়া
জাতিসংঘে নিযুক্ত অস্ট্রিয়ার স্থায়ী প্রতিনিধি জেন কিকার্ট বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বের হয়ে গেলেও এটি অব্যাহত থাকবে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
অক্টোবর ১০, ২০১৭ ১৭:৫৩ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত অস্ট্রিয়ার স্থায়ী প্রতিনিধি জেন কিকার্ট
    জাতিসংঘে নিযুক্ত অস্ট্রিয়ার স্থায়ী প্রতিনিধি জেন কিকার্ট

জাতিসংঘে নিযুক্ত অস্ট্রিয়ার স্থায়ী প্রতিনিধি জেন কিকার্ট বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বের হয়ে গেলেও এটি অব্যাহত থাকবে।

ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকার অস্ট্রিয়ার এ কূটনীতিক পরমাণু সমঝোতা থেকে সমর্থন তুলে নেয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে 'ভুল এবং অগ্রহণযোগ্য' হিসেবে আখ্যায়িত করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকেই পরমাণু সমঝোতাকে বানচাল করার লক্ষ্যে নানাভাবে চেষ্টা চালিয়ে আসছেন। অথচ ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে বলে মার্কিন প্রশাসন এরইমধ্যে দুইবার  স্বীকৃতি দিয়েছে। এদিকে, হোয়াইট হাউজের পক্ষ থেকে ইঙ্গিত করা হয়েছে যে তৃতীয় বারের  মাথায়  ট্রাম্প প্রশাসন হয়ত পরমাণু সমঝোতা থেকে সমর্থন তুলে নেবেন।    

কূটনীতিক কিকার্ট বলেন, অস্ট্রিয়া বিশ্বাস করে যে, ইসলামি ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে। তিনি বলেন, যখন এক পক্ষ সমঝোতা মেনে চলছে তখন অন্যপক্ষকেও এটি মেনে চলতে হবে। ইরানের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণে দায়িত্বে নিয়োজিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ বার বার বলে আসছে যে ইরান পরমাণু সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

তিনি আরো বলেন, যদি আমেরিকা ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে তা হবে সমঝোতার চেতনা বিরোধী এবং নিশ্চিতভাবেই তা  সমঝোতাকে লঙ্ঘন করবে।#

পার্সটুডে/বাবুল আখতার/১০