ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন: আমেরিকাকে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i50423-ইউক্রেনের_কাছে_অস্ত্র_বিক্রি_বন্ধ_করুন_আমেরিকাকে_রাশিয়া
ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে আমেরিকা ও কানাডার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র উপ-সচিব গ্রিগোরি কারাসিন বলেছেন, ইউক্রেনকে যেসব মরণঘাতী অস্ত্র দেয়া হচ্ছে তা সন্ত্রাসীদের হাতে চলে যেতে পারে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
ডিসেম্বর ২৬, ২০১৭ ১৮:৩৪ Asia/Dhaka
  • ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন: আমেরিকাকে রাশিয়া

ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে আমেরিকা ও কানাডার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র উপ-সচিব গ্রিগোরি কারাসিন বলেছেন, ইউক্রেনকে যেসব মরণঘাতী অস্ত্র দেয়া হচ্ছে তা সন্ত্রাসীদের হাতে চলে যেতে পারে।

তিনি আরও বলেছেন, ইউক্রেনকে মরণঘাতী অস্ত্র দেয়ার কানাডীয় ও মার্কিন সিদ্ধান্ত অকল্পনীয় ও ভয়াবহ পরিণতি বয়ে আনবে এবং ইউক্রেনের পূর্বাঞ্চলেও এর প্রভাব পড়বে। তিনি বলেন, ইউক্রেনে কানাডা ও আমেরিকার শত শত সেনা রয়েছে। অনেকেই মনে করেন, এসব সেনা পূর্ব ইউক্রেনে অঘোষিত গৃহযুদ্ধে অংশ নিচ্ছে। 

সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনকে ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র ও অত্যাধুনিক রাইফেলসহ বিপুল পরিমাণ যুদ্ধ সামগ্রী সরবরাহের অনুমতি দিয়েছে। 

কানাডার সরকারও দেশটির অস্ত্র কোম্পানিগুলোকে ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রির অনুমতি দিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬