আমেরিকার মতো বন্ধু থাকলে আর শত্রুর দরকার নেই: ইউরোপীয় কাউন্সিল
https://parstoday.ir/bn/news/world-i57456-আমেরিকার_মতো_বন্ধু_থাকলে_আর_শত্রুর_দরকার_নেই_ইউরোপীয়_কাউন্সিল
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক বলেছেন, আমেরিকার মতো বন্ধু থাকলে ইউরোপের আর শত্রুর দরকার হবে না।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ১৭, ২০১৮ ২১:৪১ Asia/Dhaka
  • ডোনাল্ড টুস্ক
    ডোনাল্ড টুস্ক

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক বলেছেন, আমেরিকার মতো বন্ধু থাকলে ইউরোপের আর শত্রুর দরকার হবে না।

বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে তিনি এক সংবাদ সম্মেলনে গতকাল (বুধবার) অনেকটা বাঁকাভাবে বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইউরোপের কৃতজ্ঞ থাকা উচিত কারণ বাণিজ্য নিয়ে বিরোধ এবং ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ট্রাম্প ইউরোপকে এক রকমের মোহ থেকে মুক্তি দিয়েছেন।” পরমাণু সমঝোতা সংক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন তিনি।

প্রেসিডেন্ট টুস্ক বলেন, মার্কিন প্রশাসনের খামখেয়ালিপনার যে নতুন প্রবণতা দেখা যাচ্ছে তার মোকাবেলায় ইউরোপকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি সুস্পষ্ট করে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বশেষ সিদ্ধান্তের দিকে তাকালে যেকেউ ভাবতে পারেন যে, এমন বন্ধু থাকলে কার আর শত্রুর প্রয়োজন আছে?”

টুস্ক বলেন, ইরানের পরমাণু সমঝোতার ক্ষেত্রে ইউরোপকে ঐক্যবদ্ধ হতে হবে এবং অবশ্যই এ সমঝোতা রক্ষা করা উচিত।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭