ভয়াবহ দাবদাহে পাকিস্তানে ৬৫ জনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/world-i57688-ভয়াবহ_দাবদাহে_পাকিস্তানে_৬৫_জনের_মৃত্যু
ভয়াবহ দাবদাহে গত তিনদিনে পাকিস্তানের করাচি শহরে অন্তত ৬৫ জন মারা গেছে। দাবদাহ অব্যাহত থাকার কারণে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২২, ২০১৮ ১৭:৪২ Asia/Dhaka
  • প্রচণ্ড দাবদাহে মাথায় পানি দিয়ে একটু স্বস্তি পাওয়ার আশা
    প্রচণ্ড দাবদাহে মাথায় পানি দিয়ে একটু স্বস্তি পাওয়ার আশা

ভয়াবহ দাবদাহে গত তিনদিনে পাকিস্তানের করাচি শহরে অন্তত ৬৫ জন মারা গেছে। দাবদাহ অব্যাহত থাকার কারণে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

সামাজিক সংস্থা এধি ফাউন্ডেশনের প্রধান ফয়সাল এধি জানিয়েছেন, দুটি মর্গে ১৬০টি মৃতদেহ এসেছে যার মধ্যে কমপক্ষে ৬০ জন মারা গেছে দাবদাহে। তিনি জানান, করাচির কোরাঙ্গি মর্গে সাধারণত প্রতিদিন ছয় থেকে সাতটি মৃতদেহ আসে; সেখানে গত কয়েকদিনে ২০ থেকে ২৫টি করে লাশ আসছে। এছাড়া সোহরাব গোথ মর্গে লাশ আসার পরিমাণ দ্বিগুণ হয়েছে। দাবদাহ শুরুর পর সেখানে প্রতিদিন লাশ আসছে অন্তত ৪০টি।

সাগরের পানিতে নেমে দাবদাহ থেকে বাঁচার চেষ্টা

দাবদাহে মারা গেছে ১৬ থেকে ৭৮ বছরের লোকজন এবং এর মধ্যে নারী-পুরুষ সবই আছে। দাবদাহ বিরাজমান থাকা অবস্থায় লোকজনকে ভরদুপুরে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন ফয়সাল এধি। তিনি বলেন, যেসব লোক মারা গেছে তাদের বেশিরভাগই রোজা ছিল।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে- আজ (মঙ্গলবার) তৃতীয়দিনের মতো করাচিতে দাবদাহ অব্যাহত থাকবে এবং আজ সেখানে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে।#  

 পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২