শ্রীলঙ্কা: প্রেসিডেন্টের পদক্ষেপ সমর্থন করছেন না অ্যাটর্নি জেনারেল
https://parstoday.ir/bn/news/world-i65498-শ্রীলঙ্কা_প্রেসিডেন্টের_পদক্ষেপ_সমর্থন_করছেন_না_অ্যাটর্নি_জেনারেল
শ্রীলঙ্কার চলমান রাজনৈতিক সংকটের মধ্যে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার পদক্ষেপের প্রতি সমর্থন দেন নি অ্যাটর্নি জেনারেল জনাথন জয়াসুরিয়া। তিনি গতকল (বুধবার) বলেছেন, রনিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়ে প্রেসিডেন্ট তার ক্ষমতার অপব্যবহার করেছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ০১, ২০১৮ ২১:০৭ Asia/Dhaka
  • জনাথন জয়াসুরিয়া
    জনাথন জয়াসুরিয়া

শ্রীলঙ্কার চলমান রাজনৈতিক সংকটের মধ্যে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার পদক্ষেপের প্রতি সমর্থন দেন নি অ্যাটর্নি জেনারেল জনাথন জয়াসুরিয়া। তিনি গতকল (বুধবার) বলেছেন, রনিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়ে প্রেসিডেন্ট তার ক্ষমতার অপব্যবহার করেছেন।

অ্যাটর্নি জেনারেলের এ বক্তব্যের মাঝদিয়ে বহিষ্কৃত প্রধানমন্ত্রী বিক্রমাসিংহের অবস্থান আরো সংহত হলো বলেই মনে করা হচ্ছে। এরইমধ্যে তিনি জাতীয় সংসদের স্পিকারের সমর্থন পেয়েছেন। এছাড়া, বহুসংখ্যক সংসদ সদস্য বিক্রমাসিংহের পক্ষে অবস্থান নিয়েছেন।

প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা

গত শুক্রবার বিক্রমাসিংহেকে বরখাস্ত করার পর থেকে শ্রীলঙ্কা কার্যত অচল হয়ে পড়ে। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে নতুন প্রধানমন্ত্রী করায় বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ রাজাপাকসে চীনপন্থি হিসেবে পরিচিত।

সংকট কাটাতে গতকাল সংসদ স্পিকারের সঙ্গে প্রেসিডেন্ট সিরিসেনা বৈঠক করেছেন। ধারণা করা হচ্ছে- কোনো আপোষ ফরমুলা বের করার জনই দুজন ওই বৈঠকে বসেন।#

পার্সটুডে/এসআইবি/১