ইরানে আটক মার্কিন গুপ্তচরদের মুক্তি চাইলেন মাইক পম্পেও
(last modified Mon, 21 Jan 2019 03:31:00 GMT )
জানুয়ারি ২১, ২০১৯ ০৯:৩১ Asia/Dhaka
  • মাইক পম্পেও
    মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানে আটক মার্কিন গুপ্তচরদের মুক্তি দাবি করেছেন। তিনি এক টুইটারবার্তায় ইরানের বিরুদ্ধে তার পুরনো কাল্পনিক অভিযোগগুলোর পুনরাবৃত্তি করে এই দাবি জানান।

মাইক পম্পেও ইরানের বিরুদ্ধে তার ভাষায় বিদেশি নাগরিকদের অপহরণের অভিযোগ তুলে বলেন,তেহরানকে এ ধরনের তৎপরতা বন্ধ করতে হবে।

মাইক পম্পেও’র পাশাপাশি অন্যান্য মার্কিন কর্মকর্তা এর আগেও ইরানে আটক মার্কিন গুপ্তচরদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছিলেন।

সাদেক আমোলি লারিজানি

এ ধরনের আহ্বানের প্রতিক্রিয়ায় ইরানের বিচার বিভাগের প্রধান সাদেক আমোলি লারিজানি সম্প্রতি বলেছিলেন, ইরানে আটক মার্কিন গুপ্তচরদের সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং ইরানের আইন অনুযায়ী তাদের বিচার হয়েছে।

তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ওপর নিজেদের অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার যে অভ্যাস মার্কিন কর্মকর্তারা গড়ে তুলেছেন তা ইরানের ওপরো প্রয়োগ করতে চান।

উল্লেখ্য, ইরানে গুপ্তচরবৃত্তি করতে এসে বেশ কয়েকজন মার্কিন নাগরিক আটক হয়েছেন এবং সংশ্লিষ্ট আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১    

ট্যাগ