'বুদ্ধিমান' ট্যাংক, পতঙ্গ পালের মতো ঝাঁকে ঝাঁকে রোবট: পাল্টে যাবে রণাঙ্গণ(ভিডিও)
https://parstoday.ir/bn/news/world-i69115-'বুদ্ধিমান'_ট্যাংক_পতঙ্গ_পালের_মতো_ঝাঁকে_ঝাঁকে_রোবট_পাল্টে_যাবে_রণাঙ্গণ(ভিডিও)
আগামী দিনের রণাঙ্গনের চেহারা পুরোপুরি পাল্টে যাবে। চালকহীন 'বুদ্ধিমান' ট্যাংক এবং পতঙ্গ পালের মতো ঝাঁকে ঝাঁকে রোবট শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়বে। সম্প্রতি প্রকাশিত রুশ একটি ভিডিও ফুটেজে এমনটি দেখা গেছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মার্চ ২৫, ২০১৯ ১৭:১৮ Asia/Dhaka
  • ঝাঁকে ঝাঁকে ড্রোন লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে
    ঝাঁকে ঝাঁকে ড্রোন লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে

আগামী দিনের রণাঙ্গনের চেহারা পুরোপুরি পাল্টে যাবে। চালকহীন 'বুদ্ধিমান' ট্যাংক এবং পতঙ্গ পালের মতো ঝাঁকে ঝাঁকে রোবট শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়বে। সম্প্রতি প্রকাশিত রুশ একটি ভিডিও ফুটেজে এমনটি দেখা গেছে।

এ ছাড়া,  ঝাঁকে ঝাঁকে চালকহীন বিমান বা ড্রোন একযোগে লক্ষ্যবস্তুর ওপর হামলা করছে বলেও ভিডিও ফুটেজে (উপরে) দেখা গেছে। পদাতিক বাহিনীর সহায়তা করবে এসব ড্রোনের ঝাঁক।  এমন কথা বলা হয়েছে।

চালকহীন ট্যাংক লক্ষ্যস্থির করছে

এতে দেখা গেছে, চালকহীন ট্যাংক। যা সৈনিকের তাক করা লক্ষ্যবস্তুকে গোলা ছুঁড়ে ধ্বংস করে দেয়। ভবিষ্যতে এ ট্যাংক পরিচালনায় কোনো মানুষেরই দরকার পড়বে না। এ কথা বলেছে রাশিয়ার এডভান্সড রিসার্চ ফাউনডেশন বা এআরএফ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভবিষ্যতে ট্যাংক চালানোর দায়িত্ব গ্রহণ করবে এবং গ্রহণ করবে চালকহীন বিমান পরিচালনা।   ভবিষ্যতে যুদ্ধের জন্য আর কোনো মানুষেরই দরকার পড়বে না বলে জানিয়েছেন এআরএফ মুখপাত্র।

অবশ্য রণাঙ্গণ পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই'র নিয়ন্ত্রণে চলে যাবে সে বিষয়ে কোনো আভাস দেওয়া হয় নি।#

পার্সটুডে/মূসা রেজা/২৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন