ত্রিপোলির কাছে লড়াইয়ে ১২১ জন নিহত: হু
https://parstoday.ir/bn/news/world-i69581-ত্রিপোলির_কাছে_লড়াইয়ে_১২১_জন_নিহত_হু
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জানিয়েছে, লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে বিদ্রোহী নেতা খলিফা হাফতারের বাহিনী অভিযান শুরুর করার পর থেকে এ পর্যন্ত ১২১ জন নিহত হয়েছে। গতকাল (রোববার) হু এ তথ্য জানিয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
এপ্রিল ১৫, ২০১৯ ১৫:১৮ Asia/Dhaka
  • লিবিয়ায় দু পক্ষের সংঘর্ষে বিধ্বস্ত একটি গাড়ি পড়ে আছে রাস্তার ওপর
    লিবিয়ায় দু পক্ষের সংঘর্ষে বিধ্বস্ত একটি গাড়ি পড়ে আছে রাস্তার ওপর

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জানিয়েছে, লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে বিদ্রোহী নেতা খলিফা হাফতারের বাহিনী অভিযান শুরুর করার পর থেকে এ পর্যন্ত ১২১ জন নিহত হয়েছে। গতকাল (রোববার) হু এ তথ্য জানিয়েছে।

হাফতার বাহিনী ও জাতিসংঘ সমর্থিত সরকারের অনুগত সেনাদের মধ্যে সংঘর্ষে দু পক্ষই অগ্রযাত্রার দাবি করছে তবে সাম্প্রতিক দিনগুলোতে বাস্তবে এর কোনো নমুনা দেখা যাচ্ছে না।

হু জানিয়েছে, গত ৪ এপ্রিল থেকে লড়াই শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫৬০ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে। লড়াইয়ের ভেতরে দু পক্ষই সংস্থার বহু কর্মী ও তাদের গাড়ির ওপর হামলা চালিয়েছে যার নিন্দা করেছে হু। এর আগে, শনিবার জাতিসংঘ মানবিক ত্রাণ সমন্বয় বিষয়ক কার্যালয় থেকে বলা হয়েছে, লিবিয়ার বিবদমান দ্র গ্রুপের সংঘর্ষে তিনজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

২০১১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের অভিযানে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর তেল-সমৃদ্ধ দেশটিতে সংঘর্ষ-সহিংসতা লেগেই আছে।#

পার্সটুডে/এসআইবি/১৫