শিয়া হাজারা সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করল পাকিস্তান সরকার
https://parstoday.ir/bn/news/world-i69602-শিয়া_হাজারা_সম্প্রদায়ের_প্রতি_সংহতি_প্রকাশ_করল_পাকিস্তান_সরকার
পাকিস্তান সরকার সন্ত্রাসী হামলার শিকার শিয়া হাজারা সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করেছে। শুক্রবার কোয়েটা শহরের একটি সবজির বাজারে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হওয়ার পর হাজারা সম্প্রদায়ের লোকজন গত চার দিন ধরে সেখানে অবস্থান ধর্মঘট চালিয়ে আসছিলেন।ধর্মঘটকারীরা তাদের ওপর হামলার পুনরাবৃত্তি রোধ এবং ঘাতকদের সর্বোচ্চ শাস্তি দেয়ার দাবি জানাচ্ছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৬, ২০১৯ ০৭:০২ Asia/Dhaka
  • অবস্থান ধর্মঘটকারী হাজারা সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আফ্রিদি
    অবস্থান ধর্মঘটকারী হাজারা সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আফ্রিদি

পাকিস্তান সরকার সন্ত্রাসী হামলার শিকার শিয়া হাজারা সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করেছে। শুক্রবার কোয়েটা শহরের একটি সবজির বাজারে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হওয়ার পর হাজারা সম্প্রদায়ের লোকজন গত চার দিন ধরে সেখানে অবস্থান ধর্মঘট চালিয়ে আসছিলেন।ধর্মঘটকারীরা তাদের ওপর হামলার পুনরাবৃত্তি রোধ এবং ঘাতকদের সর্বোচ্চ শাস্তি দেয়ার দাবি জানাচ্ছেন।

এ অবস্থায় তাদের প্রতি সংহতি জানাতে প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার তার স্বরাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আফ্রিদি ও প্রবাসী কল্যাণমন্ত্রী জুলফিকার বুখারিকে কোয়েটায় পাঠান। দুই মন্ত্রী কোয়েটা সফর করে বোমা হামলায় নিহতদের পরিবারবর্গের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি অবস্থান ধর্মঘটকারীদের সমাবেশে যোগ দেন।

হাজারা সম্প্রদায়ের প্রতিবাদ 

পাক স্বরাষ্ট্রমন্ত্রী শাহিদ আফ্রিদি ধর্মঘটকারীদের উদ্দেশে বলেন, বিগত কয়েক বছর ধরে পাকিস্তানের হাজারা শিয়া সম্প্রদায় ব্যাপক জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি এই সম্প্রদায়ের ওপর হামলার জন্য ‘পাকিস্তানের শত্রুদের’ হস্তক্ষেপকে দায়ী করেন।

গত শুক্রবার কোয়েটা শহরের একটি সবজির বাজারে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়। শিয়া হাজারা সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো ওই হামলার দায় স্বীকার করেছে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস)। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬