গোয়েন্দা ব্যর্থতার দায়ী স্বীকার করল শ্রীলঙ্কা সরকার: পুলিশপ্রধান বরখাস্ত
https://parstoday.ir/bn/news/world-i69830-গোয়েন্দা_ব্যর্থতার_দায়ী_স্বীকার_করল_শ্রীলঙ্কা_সরকার_পুলিশপ্রধান_বরখাস্ত
রাজধানী কলম্বোসহ তিনটি শহরের গির্জা ও বিলাসবহুল হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় বড় ধরনের গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করেছে শ্রীলঙ্কা সরকার। 
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
এপ্রিল ২৫, ২০১৯ ১২:৫৮ Asia/Dhaka
  • গোয়েন্দা ব্যর্থতার দায়ী স্বীকার করল শ্রীলঙ্কা সরকার: পুলিশপ্রধান বরখাস্ত

রাজধানী কলম্বোসহ তিনটি শহরের গির্জা ও বিলাসবহুল হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় বড় ধরনের গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করেছে শ্রীলঙ্কা সরকার। 

রোববার ‘ইস্টার সানডে’তে চালানো বোমা হামলায় ৩৫৯ জন নিহত ও প্রায় ৫০০ জন আহত হয়। ভয়াবহ ওই হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসীগোষ্ঠী আইএস বা দায়েশ। তারা এ ঘটনার মূল হোতাসহ সাতজনের ছবিও প্রকাশ করেছে। হামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৫৮ জনকে আটক করেছে পুলিশ।

চলতি মাসের ৪ তারিখে সম্ভাব্য হামলার ব্যাপারে ভারতীয় গোয়েন্দারা শ্রীলঙ্কার গোয়েন্দাদের সতর্ক করেছিল। কিন্তু তার পরও কর্তৃপক্ষ সে তথ্য যথাযথভাবে সবাইকে জানানো ও সাবধানতা অবলম্বনে ব্যর্থ হয়েছে বলে শ্রীলঙ্কার পার্লামেন্টে জানানো হয়।

প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান জয়াবর্ধনে

গোয়েন্দা ব্যর্থতা প্রসঙ্গে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান জয়াবর্ধনে বলেন, ‘আমাদের গোয়েন্দা ব্যর্থতার দায় নিতে হবে, যদি গোয়েন্দাদের কাছে থাকা তথ্য যথাসময়ে যথাযথ লোকজনের কাছে থাকত, তাহলে হয়তো ওই হামলা এড়ানো বা অন্তত ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যেতে পারত।’

শ্রীলঙ্কার পার্লামেন্টের নেতা লক্ষ্মণ কিরিয়েলা বলেন, সিনিয়র কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে সম্ভাব্য হামলার তথ্য কাউকে জানাননি। কিছু উচ্চ পর্যায়ের কর্মকর্তা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে গোয়েন্দা তথ্য লুকিয়েছেন। তথ্য জানা ছিল কিন্তু শীর্ষ কর্মকর্তারা যথাযথ পদক্ষেপ নেননি।’

শ্রীলঙ্কার পুলিশপ্রধান পুজিথ জয়াসুন্দরা ও প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দো।

এ ঘটনায় এরই মধ্যে প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দো ও পুলিশের মহাপরিদর্শক পুজিথ জয়াসুন্দরাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা। 

পুলিশপ্রধান পুজিথ জয়াসুন্দরা বোমা হামলার দিনই জানিয়েছিলেন, পুলিশের কাছে ১০ দিন আগেই তথ্য ছিল দেশটিতে বোমা হামলা হতে পারে।

পুগোদা শহরে বিস্ফোরণের শব্দ

এদিকে, কলম্বো থেকে ৪০ কিলোমিটার পূর্বে পুগোদা শহরে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বৃহস্পতিবার শহরটির হাকিম আদালতের পেছনের খোলা মাঠ থেকে বিস্ফোরণের শব্দটি আসে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র রাভান গুনাসেকেরা। এ বিস্ফোরণে কেউ হতাহত হয়নি জানিয়ে পুলিশ বলেছে, তারা বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫