দুর্বল আফগানিস্তানের বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দাপুটে জয়
-
১১৪ বলে ৮৯ রান করেন ডেডিভ ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ফিফটিতে আফগানিস্তানকে সাত উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শনিবার ব্রিস্টলে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে ৩৮.২ ওভারে ২০৭ রান করে আফগানিস্তান। জবাবে অস্ট্রেলিয়া বেশ সতর্কভাবে খেলে ৩৪.৫ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
অস্ট্রেলিয়ার এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। ফিঞ্চ ৪০ বলে ৬ চার ও ৩ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তবে ৬৬ রান করে নাইবের বলে মুজিবের হাতে ধরা পড়ে ফিরেন তিনি। এরপর রশিদ খানের লেগ বিফোরের ফাঁদে পড়ে সাঝঘরে ফেরেন ওসমান খাজা। তিনি করেন ১৫ রান। অন্যদিকে মুজিবের বলে জাজাইয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৮ রান করেন স্মিথ। তবে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ওয়ার্নার। তিনি ১১৪ বলে ৮৯ আর ম্যাক্সওয়েল ৪ রানে অপরাজিত ছিলেন।

এর আগে অফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা ভালো পারেনি। দলের ঝুলিতে কোনো রান যোগ না হওয়ার আগেই ওপেনার মোহাম্মদ শেহজাদের উইকেট হারিয়ে বসে। সে ধারাবাহিকতায় ৭৭ রানে রানেই পাঁচ উইকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত খুব বড় সংগ্রহ গড়তে পারেনি তারা। তবে ষষ্ঠ উইকেট জুটিতে দারুণ দৃঢ়তা দেখায় আফগানরা। গুলবেদিন নাইব ও নাজিবুল্লাহ জাদরান মিলে ৮৩ রানের দারুণ একটি পার্টনারশিপ গড়ে দলকে ভালো সংগ্রহের আশা জাগালেও শেষ পর্যন্ত পারেননি। নাইব ৩৩ বলে ৩১ এবং জাদরান ৪৯ বলে ৫১ রান করেন। এর আগে রহমত শাহ ৬০ বলে ৪৩ রান করেন।শেষ দিকে এসে রশিদ খান ১১ বলে ২৭ রানের একটি ইনিংস খেলে দলের সংগ্রহটা কিছুটা বড় করেন মাত্র। আর মুজিব উর রহমান করেন ৯ বলে ১৩ রান।
অস্ট্রেলিয়ার হয়ে কামিন্স ও জাম্পা ৩টি করে, স্টোইনিস ২টি ও স্টার্ক ১টি উইকেট শিকার করেন।
এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা অস্ট্রেলিয় ওপেনার ডেভিড ওয়ার্নার।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।