লিবিয়ার গোলযোগপূর্ণ অবস্থার জন্য ন্যাটো দায়ী: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i71744-লিবিয়ার_গোলযোগপূর্ণ_অবস্থার_জন্য_ন্যাটো_দায়ী_পুতিন
লিবিয়ার চলমান গোলযোগপূর্ণ অবস্থার জন্য মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এই জোট লিবিয়াকে ধ্বংস করেছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুলাই ০৫, ২০১৯ ১৮:৩৯ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

লিবিয়ার চলমান গোলযোগপূর্ণ অবস্থার জন্য মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এই জোট লিবিয়াকে ধ্বংস করেছে।

ইতালির প্রধানমন্ত্রী গিসেপ্পে কোঁতের সঙ্গে রোমে যৌথ সংবাদ সম্মেলনে পুতিন আরো বলেন, সিরিয়া থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা লিবিয়ায় যাচ্ছে এবং এতে পারিস্থিতির আরো অবনতি ঘটবে। তিনি বলেন, লিবিয়ায় কীভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে তা স্মরণ করা গুরুত্বপূর্ণ বিষয়।  

গাদ্দাফির পতনরে পর লিবিয়ায় টাানা গোলযোগ চলছে

পুতিন সরাসরি বলেন, “আপনারা কী স্মরণ করতে পারেন কে লিবিয়াকে ধ্বংস করেছে? এই সিদ্ধান্ত নিয়েছিল ন্যাটো। ইউরোপীয় বিমান থেকে লিবিয়ায় বোমাবর্ষণ করা হয়েছিল।”

২০১১ সালে ন্যাটো বাহিনীর অভিযানের মুখে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতা থেকে উৎখাত ও নিহত হন। এরপর থেকেই দেশটিতে গোলযোগ চলছে। চলমান এ অবস্থা নিয়ে পুতিন বলেন, যত তাড়াতাড়ি সম্ভব লিবিয়ায় রক্তপাত বন্ধ করা জরুরি। পাশাপাশি দ্রুত সংলাপ শুরু করা দরকার।#

পার্সটুডে/এসআইবি/৫